www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা আকাশ

একটা আকাশ পেয়ে আমি
    একশ আকাশ করতে পারি ,
মনটা আমার অনেক বড়
      সব আকাশে উড়তে পারি ;
ভাসিয়ে আমার মেঘ আকাশে
      সবখানে রোদ দিতে পারি ,
উজল তারা আলোর মালায়
      রাঙিয়ে হৃদয় সাজতে পারি ,
ঋতুর আকাশ ভরিয়ে আমি
      শুধুই গোলাপ ফুটতে পারি ,
সবার মনে আকাশ গড়ে
      ভালো আমি বাসতে পারি ।
গাছগাছালি পাখপাখালির
      ফুলেল হাসি হাসতে পারি ,  
সেই হাসিটাই ছড়িয়ে দিয়ে
      শূন্য আকাশ ভরতে পারি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩
    বাহ উড়তে পারে কজনা,
  • বিশ্বজিৎ বণিক ২৯/০৯/২০১৩
    ভালোবেসে শূন্য আকাশ পূর্ণ করে দাও । খুব ভালো ।
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    ভালোই লাগলো
 
Quantcast