www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রাতিহার

আইনের শাসন না থাকলে
মানুষ সেথা পশু সমান,
সমাজের গঠন যে কারণে
সামাজিকতার মূল্য মান ;
অনুশাসনে চলতেই হবে  
নিজেকে রাখি যে নিরাপদে,
বিপথ যেথায় বুঝতে পারি
পাল্টাই রাস্তাটা অন্য পথে ।
প্রকৃতি ধ্বংসে মানুষের মন
জয় উল্লাসে মদির হচ্ছে,
আদিম থেকে এখনও তাই
কায়েমি লোভ বাড়তে আছে ।
নিজেকে বাঁচাতে মুক্ত পথটা
খুঁজে নিতে হবে তোমাকেই,
বীরত্ব দেখিয়ে নেই যে লাভ
তুমি যদি চাও বাঁচতেই ;
সারা সমাজ হায়েনার মত
জিভ বের করে লকলকে
তোমার নিরাপত্তা তোমারই
নিজের সঠিক পথ থেকে ।
শাসন ত্রাসন পরেই হবে
আগে দাঁড়াও ছাদের নীচে ,
আইনে তখন তুমি স্বাধীন
ঘোরও ফেরো সবার মাঝে ।

      -০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আসলে সারা দুনিয়ার আইনের শাসনের বড় অভাব।
  • Înšigniã Āvî ২৭/০৯/২০১৩
    একদম তাই
 
Quantcast