www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ

শুনেছি আসার কথা
আসবে কি না জানি না ,
ব্যকুল আশায় বসে আছি ;
যদি আসে ; এসে বলে - কেমন আছো ?
আমরা এক গাল হেসে
তাকে অভ্যর্থনা করব ।
দেরীতে আসার জন্য হয়তো দুঃখিত বলে নেবে ;
আমরাও সহজে ক্ষমা করে দিয়ে
মূল বিষয়ে ফিরে যাব ।
অনেক বেসুরো ইঙ্গিতের পর
প্রয়োজনীয় সামগ্রী আনতে ভুলে গেছে বলে
আমাদের কাছে সান্ত্বনা চাইবে
আমরা অবলীলায় তাও মেনে নেব
কেন না এ ছাড়া কোনো উপায় নেই ।

শুনেছি, বিমুখ করে না
যে যা চায় তাই পায়
যেমন চায় তেমনই পায়
তাই আমরা সবাই এখনও
আনন্দের গান গাই
খুব সহজে ।।

-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩
    -চলুক, আরো ভালো লিখতে হবে
  • মৌসুমি ১৮/০৯/২০১৩
    একটু অন্যরকম বিষয়বস্তু...কিন্তু ভাল
 
Quantcast