www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাইশে শ্রাবণ

ক্ষুধিত সভ্যতার শেষ পুণ্য বাণী
তোমার নির্মল ঊষার রক্তিম কিরণে
জেগে উঠুক 'গীতাঞ্জলী' কলতানে ।

আর একবার দলিত জনমানসে
সংস্কৃতিময় জীবনীশক্তির প্রাণ সঞ্চারে
স্বাধীন ভারতের উদ্দেশ্যহীন পদযাত্রায়
তোমার ' সহজ পাঠ ' থেকে ' রোগশয্যায় '
আমাদের হৃদয় তন্ত্রীতে নতুন করে সুর তুলুক ।

হতপ্রায় যৌবন বাঁচার বাসনায়
উদয়ের পথে 'রক্তকরবী ', ' রাজর্ষি ', ' পূরবী ', ' বলাকায় '
সমৃদ্ধ হোক ;
মিটে যাক অসম মননের গর্বিত অভিপ্রায় ।
' সভ্যতার সংকট ' এ জর্জরিত আগামী প্রশ্ন পরিচয়
বাইশে শ্রাবণে তারই কোলাহল হোক
আকাশে বাতাসে মগ্ন মুষলধারায় ।।
-০-০-০-০-০-
৯.৩.২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast