তুমি চলে গেলে
~তুমি চলে গেলে~
~দীপঙ্কর ঘোষ~
অতঃপর তুমি চলে গেলে...
বিচ্ছেদের সীমারেখায় দাঁড়িয়ে থাকবে প্রেম। বর্ণহীন ধূসর কুয়াশায় মুড়ে যাবে
পাশাপাশি হেঁটে আসা দীর্ঘ পথ।
আর একটা প্রশ্নচিহ্ন একা দাঁড়িয়ে থাকবে ,
ঠিক সেই বাঁকে, যেখানে বেঁকেছে সম্পর্কের সরলরেখা।
কত হারিয়ে যাওয়া শিশিরঝরা সকাল চুপিচুপি
শুনিয়ে যাবে ফাটল বেড়ে ওঠার গল্প
দুপুরের খুনসুটি,বিকেলের হুল্লোড় অন্ধকার গুহায় মুখ ঢাকবে ।
অতঃপর তুমি চলে গেলে...
অবিশ্বাসের কানাগলিতে হারিয়ে যাবে
কত মেঘলা দিনের আদর আর ভালোবাসার ফিসফিস।
শিশিরের মতো টুপটাপ ঝরে যাবে সুদিন,
স্মৃতির সরনীতে পরে থাকবে ভালোবাসার ঝরাপাতা।
উস্কোখুস্কো বেশ কিছু স্মৃতি মাঝেমাঝেই ডাকবে আমাকে,
নির্জন কোনো দুপুরে আমি ঠিক আত্মসমর্পণ করবো;
ওর মুখোমুখি বসে শুনবো এবং শোনাবো,
ক্রমশ বিবর্ণ হয়ে যাওয়া স্বপ্নালু অতীত।
বেদনার বাষ্পে মনকাশে মেঘ ঘনীভূত হয়ে,
চোখের কোণে জমতে থাকবে জলবিন্দু;
কেউ যাতে না দেখে ফেলে, মুছে দেব অবহেলায়।
তোমার বদলে যাওয়া ঠিকানার পাশ দিয়ে হেঁটে যাব,
বন্ধ হয়ে যাওয়া ফোন নম্বরটা রাখবো যত্নে,
হাজার হাজার এস.এম.এস আর চ্যাটিংয়ের ইতিহাসে খুঁজবো,
হারানো বিকেল।
বাতাসে মিশে থাকা শরীরী আতর
আর ফুলদানিতে শুকনো গোলাপের পাপড়িতে
তোমার স্মৃতির সুগন্ধরা ভেসে বেড়াবে..
আর আমাকে দিশাহীন করবে বারবার।
অতঃপর তুমি চলে গেলে...
২৩-০৫-২০১৮ বিধাননগর
~দীপঙ্কর ঘোষ~
অতঃপর তুমি চলে গেলে...
বিচ্ছেদের সীমারেখায় দাঁড়িয়ে থাকবে প্রেম। বর্ণহীন ধূসর কুয়াশায় মুড়ে যাবে
পাশাপাশি হেঁটে আসা দীর্ঘ পথ।
আর একটা প্রশ্নচিহ্ন একা দাঁড়িয়ে থাকবে ,
ঠিক সেই বাঁকে, যেখানে বেঁকেছে সম্পর্কের সরলরেখা।
কত হারিয়ে যাওয়া শিশিরঝরা সকাল চুপিচুপি
শুনিয়ে যাবে ফাটল বেড়ে ওঠার গল্প
দুপুরের খুনসুটি,বিকেলের হুল্লোড় অন্ধকার গুহায় মুখ ঢাকবে ।
অতঃপর তুমি চলে গেলে...
অবিশ্বাসের কানাগলিতে হারিয়ে যাবে
কত মেঘলা দিনের আদর আর ভালোবাসার ফিসফিস।
শিশিরের মতো টুপটাপ ঝরে যাবে সুদিন,
স্মৃতির সরনীতে পরে থাকবে ভালোবাসার ঝরাপাতা।
উস্কোখুস্কো বেশ কিছু স্মৃতি মাঝেমাঝেই ডাকবে আমাকে,
নির্জন কোনো দুপুরে আমি ঠিক আত্মসমর্পণ করবো;
ওর মুখোমুখি বসে শুনবো এবং শোনাবো,
ক্রমশ বিবর্ণ হয়ে যাওয়া স্বপ্নালু অতীত।
বেদনার বাষ্পে মনকাশে মেঘ ঘনীভূত হয়ে,
চোখের কোণে জমতে থাকবে জলবিন্দু;
কেউ যাতে না দেখে ফেলে, মুছে দেব অবহেলায়।
তোমার বদলে যাওয়া ঠিকানার পাশ দিয়ে হেঁটে যাব,
বন্ধ হয়ে যাওয়া ফোন নম্বরটা রাখবো যত্নে,
হাজার হাজার এস.এম.এস আর চ্যাটিংয়ের ইতিহাসে খুঁজবো,
হারানো বিকেল।
বাতাসে মিশে থাকা শরীরী আতর
আর ফুলদানিতে শুকনো গোলাপের পাপড়িতে
তোমার স্মৃতির সুগন্ধরা ভেসে বেড়াবে..
আর আমাকে দিশাহীন করবে বারবার।
অতঃপর তুমি চলে গেলে...
২৩-০৫-২০১৮ বিধাননগর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানী ২৪/০৫/২০১৮অসাধারন কবি!!!! সত্যিই বিমুগ্ধ হলাম আপনার কাব্যিক ভাব প্রকাশ আর শব্দ চয়নে! খুব ভাল লাগল।
-
সাঁঝের তারা ২৩/০৫/২০১৮সুন্দর