www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্ত বিহঙ্গ

আমরা স্বাধীন অন্তহীন
থাকি সারাদিন ক্লান্তিহীন।
আছে আমাদের স্বাধীন ডানা
তাইতো আমরা মুক্তমনা।

পাড়ি দিই আমরা পথ অজানা
যেথা ইচ্ছা - বাধা না মানা।
ক্লান্ত বিকেল করে ডাকাডাকি
আমরা অতি দুরন্ত পাখি।

গাছের ডালে বাসা আছে
সঙ্গী আছে, বাঁচা আছে।
কেউ বিলাসী, কেউ আনাড়ী
কেউ করে দারুণ কারিগরি।

নই নিঃসঙ্গ তোদের মতো
স্বার্থের ধরায় আমরা নিঃস্বার্থ।
দুঃখ ভোলাই, নির্ভেজাল অঙ্গ
আমরা যে ভাই, - "মুক্ত বিহঙ্গ"।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০১৮

মন্তব্যসমূহ

  • তরুণ কান্তি ১৭/০৬/২০১৮
    খুব সুন্দর চিন্তার প্রকাশ
    আন্তরিক অভিনন্দন রইল ।
  • পি পি আলী আকবর ১৫/০৬/২০১৮
    দারুণ
  • দারুণ
  • সাঁঝের তারা ১৪/০৬/২০১৮
    সুন্দর
 
Quantcast