সুখদুঃখে জীবন আমার
বিষাদ ভরা মণিকোঠায়
নাইকো সুখের ঠাঁই ,
কষ্ট পাওয়ার ব্যাকুলতায়
দুঃখে জীবন চালাই।
কোনো কথারই উওরে
সুখ দুঃখ থাকে ;
কে বা জানে তুমি ছাড়া-
জীবন মরণে ।
চোখের জলের বহিঃপ্রকাশ ,
সুখ ; দুঃখে হয় ,
কি সুখ ! কি দুঃখ!
না থাকলেই ভালো হয় ।
দুঃখ ভরা ভালোবাসা ,
তোমায় কাছে চায় ;
সুখপাখী কী পারবে আনতে ?
আপন জীবনায় ।।
নাইকো সুখের ঠাঁই ,
কষ্ট পাওয়ার ব্যাকুলতায়
দুঃখে জীবন চালাই।
কোনো কথারই উওরে
সুখ দুঃখ থাকে ;
কে বা জানে তুমি ছাড়া-
জীবন মরণে ।
চোখের জলের বহিঃপ্রকাশ ,
সুখ ; দুঃখে হয় ,
কি সুখ ! কি দুঃখ!
না থাকলেই ভালো হয় ।
দুঃখ ভরা ভালোবাসা ,
তোমায় কাছে চায় ;
সুখপাখী কী পারবে আনতে ?
আপন জীবনায় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৭/২০১৭বেশ!
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৭/২০১৭বেশ লাগলো।
-
Tanju H ০৪/০৭/২০১৭অপূর্ব কবিতা।
-
আরিফুল ইসলাম ০৪/০৭/২০১৭অসাধারণ!
-
অর্ক রায়হান ০৪/০৭/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ০৪/০৭/২০১৭সুন্দর