রূপনগরীর রূপসী
বড় বড় বাড়ি , শত শত গাড়ি , পথের শেষে পথ;
শত অলিগলি , পাইনিকো খুঁজে; তোমার রূপের রথ।
বিকেলের শেষে স্নিগ্ধতার বেশে সুন্দর প্রকৃতি ;
চাঁদের আলোয় আকাশজুড়েই মনোরম পৃথিবী ।।
সন্ধারাতে পাশের ক্লাবে আলোর ঝিকিমিকি,
সভ্যতারই অগ্রগতি তাদের কাছেই দেখি।
বিজ্ঞানেরই রঙিন চলায় সাজেই সর্বকোণ
আনন্দেরই রূপকথায় রাঙেই জীবন-মন।।
সারি সারি এই জ্বলছে আলো হলুদ সাদা নীল
রাত্রিকালে মানুষরা সব হচ্ছে বেরঙীন।
রূপের গর্বে গুণই তার সর্ব প্রকাশক,
সুরভিত এই মুখটি তার থাকবে না নীরব।।
মধুর এই ধরিত্রীর ভোরের প্রকৃতি ;
পাখির গানে জীবনমোনে স্বপ্ন আকৃতি।
পথে ঘাটে এই জনকোলাহল ব্যস্ততারই সাজে,
রূপনগরীর রূপের খেলা মনুষ্যতার মাঝে।।
শত অলিগলি , পাইনিকো খুঁজে; তোমার রূপের রথ।
বিকেলের শেষে স্নিগ্ধতার বেশে সুন্দর প্রকৃতি ;
চাঁদের আলোয় আকাশজুড়েই মনোরম পৃথিবী ।।
সন্ধারাতে পাশের ক্লাবে আলোর ঝিকিমিকি,
সভ্যতারই অগ্রগতি তাদের কাছেই দেখি।
বিজ্ঞানেরই রঙিন চলায় সাজেই সর্বকোণ
আনন্দেরই রূপকথায় রাঙেই জীবন-মন।।
সারি সারি এই জ্বলছে আলো হলুদ সাদা নীল
রাত্রিকালে মানুষরা সব হচ্ছে বেরঙীন।
রূপের গর্বে গুণই তার সর্ব প্রকাশক,
সুরভিত এই মুখটি তার থাকবে না নীরব।।
মধুর এই ধরিত্রীর ভোরের প্রকৃতি ;
পাখির গানে জীবনমোনে স্বপ্ন আকৃতি।
পথে ঘাটে এই জনকোলাহল ব্যস্ততারই সাজে,
রূপনগরীর রূপের খেলা মনুষ্যতার মাঝে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ০৩/০৭/২০১৭"রূপনগরীর রূপের খেলা মনুষ্যতার মাঝে" - চমৎকার!
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৭/২০১৭সমকালীন জীবন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৭/২০১৭সুন্দর।
-
রাখাল বালক ০৩/০৭/২০১৭প্রকৃতির রূপের অপূর্ব বর্ননার সাথে অনবদ্য কবিতা
-
সাঁঝের তারা ০২/০৭/২০১৭অনবদ্য...