বাস্তবী
অনুগল্প:-"বাস্তবী"
অর্বাচিন হাতে সমস্ত প্রাচীন'কে গুলিবিদ্ধ করার পর পঁচে গলে শুকিয়ে যাওয়া দেহের নড়বড়ে হাড়গোড় দ্বারা তৈরি একটি বিস্তৃিত জানলার ওপারে,
অর্নিবাণ নয়না অথচ আশ্চর্য মায়াময়ী এক হরিণী নারী তাঁর বিশাল বিবস্ত্র বক্ষ এবং ঝড়ের মতো সরল এলোপাথাড়ি কেশ সমস্ত সমেত নগ্নাবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
আর অপর পারের সুনরোম মানুষেরা একত্রে জটলাবদ্ধ হয়ে ক্রমশ একে অপরের চোখে সজোরে, সজত্নে কামড় বসাচ্ছে ঐ জানলার কাঁচ ভাঙার প্রতিযোগীতায়!
হরিণী নারীটির মৃত প্রাক্তন 'নগর' তাঁর নাম দিয়েছিল 'বাস্তবী'।
রচনাকাল:- •|৫ অগ্রহায়ণ ১৪২৭|•
অর্বাচিন হাতে সমস্ত প্রাচীন'কে গুলিবিদ্ধ করার পর পঁচে গলে শুকিয়ে যাওয়া দেহের নড়বড়ে হাড়গোড় দ্বারা তৈরি একটি বিস্তৃিত জানলার ওপারে,
অর্নিবাণ নয়না অথচ আশ্চর্য মায়াময়ী এক হরিণী নারী তাঁর বিশাল বিবস্ত্র বক্ষ এবং ঝড়ের মতো সরল এলোপাথাড়ি কেশ সমস্ত সমেত নগ্নাবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
আর অপর পারের সুনরোম মানুষেরা একত্রে জটলাবদ্ধ হয়ে ক্রমশ একে অপরের চোখে সজোরে, সজত্নে কামড় বসাচ্ছে ঐ জানলার কাঁচ ভাঙার প্রতিযোগীতায়!
হরিণী নারীটির মৃত প্রাক্তন 'নগর' তাঁর নাম দিয়েছিল 'বাস্তবী'।
রচনাকাল:- •|৫ অগ্রহায়ণ ১৪২৭|•
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাবিবা বেগম ১২/১২/২০২০বাহ্ খুব সুন্দর
-
আবু ওয়াহেদ ০৮/১২/২০২০ভালো লাগলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/১২/২০২০খুব ভালো।
-
কবীর হুমায়ূন ০৬/১২/২০২০পড়লাম। শুভ কামনা।
-
ফয়জুল মহী ০৫/১২/২০২০সুদীপ্ত কলমে দুর্দান্ত লেখনী।