সুজয় আচার্য্য
সুজয় আচার্য্য-এর ব্লগ
-
বেশ তো অনেক হলো দূরে থাকা
আর অবিশ্বাসকে প্রশ্রয় দিয়ে মৃত্যুর সাথে বসবাস
ঘড়ির কাঁটার টিক টিক শব্দের মতো বহমান জীবনে
সুখকে না হয় নাই মিনতি করলাম [বিস্তারিত] -
স্ব্প্ন দেখতে আর ভাল লাগে না
কারণ আমি জানি
তেপান্তরকে ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না
যেমন করে মানুষ পায় আবার হারায়। [বিস্তারিত] -
গন্ধ পুষ্পের অধিকার আর সুগন্ধ তার ভূষণ
দু'য়ে মিলে পুষ্পের সৌন্দর্যে বিমোহিত হয় প্রাণীকূল
ছুটে যায় গন্ধের প্লাবনে
প্রেম থেকে জন্ম নেয় উল্লাস [বিস্তারিত] -
আমার রাজপ্রাসাদের ছোট্ট এক কুঁড়ে ঘর
আজ সেখানে আশ্রিত অতীতের সুখকাব্য আর বর্তমানের অভিশাপ
সাক্ষাতের সেই তড়িঘড়ি অথবা অপরকে বোকা বানানোর কৌশল,
সেটা ফাঁকিও হতে পারে [বিস্তারিত] -
আমার স্বামী, অনেক ভালোবাসে আমায়
কাপড় চোপড় আর আলতা গয়নায় ভরিয়ে রেখেছে
শোবার জন্য বানিয়েছে সুন্দর পালঙক-নরম বিছানা
সে কি ! কতো আয়োজন। [বিস্তারিত] -
আজো সব আছে
সবকিছু অতীত হতে বর্তমান
যেটুকু হারিয়েছে তা যোগ হয়েছে পূর্ণতায়
প্রাপ্তির আশা আশ্রয় নিয়েছে নতুন যোগের উপযোগে [বিস্তারিত] -
অনেক সাধ করে ঢাক ঢোল পিটিয়ে
সুখকে আমি ঘরে এনেছিলাম পালকিতে করে
সুখকে সুখী করতে প্রয়াসের অন্ত ছিলো না
ছিল না কোন অর্থ কড়ি আর ঊদার চিত্তের কার্পণ্যতা [বিস্তারিত] -
পুরোনো শহর। পুরোনো বাড়ী, রাস্তাঘাট- চারপাশ
সবকিছুই- তবু ফাগুনের জোয়ারী বাতাসে কিযেন আমেজ
মুড়মুড়ে গাছের পাতার আর্তনাদে সচকিত হয়
যেখানকার ব্যস্ততা, কোলাহল, বাঁকী সময় থাকে আবেশিত নির্জনতা। [বিস্তারিত] -
ডালের কদম হয়ে আপন সৌন্দর্য
ধারনের কোন শখ ছিলো না আমার
দিনে দিনে হ্য়তো আরও সুন্দর হতাম
প্রাণীকূলের অনেকেই ছুটে আসতো [বিস্তারিত] -
ঘন্টা চুক্তিতে একদিন স্বাক্ষর করলাম
আমি আর এক বিনোদিনী
বিনিময় প্রথায় বললে বলা যায়
আমার অর্থ আর তার দেহ। [বিস্তারিত] -
তৃষ্ণার্ত হয়ে নয় শখের বশে
একদিন পান করলাম নদীর জল
জল সুপেয় কিন্তু সুস্বাদু নয়-তা আমরা সবাই জানি
কিন্তু এ জলে কেমন যেনো মাতাল হবার গন্ধ আছে [বিস্তারিত]