সহাবস্থান
বেশ তো অনেক হলো দূরে থাকা
আর অবিশ্বাসকে প্রশ্রয় দিয়ে মৃত্যুর সাথে বসবাস
ঘড়ির কাঁটার টিক টিক শব্দের মতো বহমান জীবনে
সুখকে না হয় নাই মিনতি করলাম
দুঃখকে তো পারি বৃষ্টির মতো উদযাপন করতে।
আমি প্রস্তুত; কষ্ট নেবার জন্য, দেবে কি
তোমার সমস্ত ক্রোধ, অভিযোগ
আর হতাশায় জন্ম নেয়া দীর্ঘশ্বাস,
যার জন্ম হয়েছিল অবিশ্বাসে আর পৌঁছে গিয়েছিল
হৃদপিণ্ড হতে সমস্ত অস্থি মজ্জায়- রসে- রন্ধ্রে রন্ধ্রে।
সহবাস নামক ভালবাসার রসাত্মক বিনিময় ছিল
ছেঁড়া কাপড়ে লজ্জা নিবারণের মতো।
নির্জন ময়দানে চিত্কার করে বলবার মতো
যথেষ্ট শক্তি আছে এই কণ্ঠ নালীতে
সেই চিড় ধরা বিদীর্ণ অন্তর থেকে বলছি
এসো প্রিয়তমা আর একবার সহবাস করি
যে সহবাসে জাগবে না দেহ
বুঝবে না মরুর তাপ
খুলবো না শাড়ীর কোন ভাঁজ।
শুধু উড়বে চুল এলোমেলো বাতাসে
নাচবো মোরা পাখির কূজনে
আর না হয় ভেসে যাবো দূর হতে বহুদূর
ঐ বর্ষার প্লাবনে।
তবুও যদি অবিশ্বাস করো, তবে -
ছুঁয়ে থাকবো তোমায়- প্রতি রাতে
সহবাসের জন্য নয়- সহাবস্থানের মতো।
আর অবিশ্বাসকে প্রশ্রয় দিয়ে মৃত্যুর সাথে বসবাস
ঘড়ির কাঁটার টিক টিক শব্দের মতো বহমান জীবনে
সুখকে না হয় নাই মিনতি করলাম
দুঃখকে তো পারি বৃষ্টির মতো উদযাপন করতে।
আমি প্রস্তুত; কষ্ট নেবার জন্য, দেবে কি
তোমার সমস্ত ক্রোধ, অভিযোগ
আর হতাশায় জন্ম নেয়া দীর্ঘশ্বাস,
যার জন্ম হয়েছিল অবিশ্বাসে আর পৌঁছে গিয়েছিল
হৃদপিণ্ড হতে সমস্ত অস্থি মজ্জায়- রসে- রন্ধ্রে রন্ধ্রে।
সহবাস নামক ভালবাসার রসাত্মক বিনিময় ছিল
ছেঁড়া কাপড়ে লজ্জা নিবারণের মতো।
নির্জন ময়দানে চিত্কার করে বলবার মতো
যথেষ্ট শক্তি আছে এই কণ্ঠ নালীতে
সেই চিড় ধরা বিদীর্ণ অন্তর থেকে বলছি
এসো প্রিয়তমা আর একবার সহবাস করি
যে সহবাসে জাগবে না দেহ
বুঝবে না মরুর তাপ
খুলবো না শাড়ীর কোন ভাঁজ।
শুধু উড়বে চুল এলোমেলো বাতাসে
নাচবো মোরা পাখির কূজনে
আর না হয় ভেসে যাবো দূর হতে বহুদূর
ঐ বর্ষার প্লাবনে।
তবুও যদি অবিশ্বাস করো, তবে -
ছুঁয়ে থাকবো তোমায়- প্রতি রাতে
সহবাসের জন্য নয়- সহাবস্থানের মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৪/২০১৫
-
সাইদুর রহমান ২৭/০৪/২০১৫অসাধারণ।
শুভেচ্ছা রইলো। -
তরুন ইউসুফ ২৭/০৪/২০১৫বেশ!
-
দ্বীপ সরকার ২৭/০৪/২০১৫ভালো লাগলো।
-
শাহাদাত হোসেন রাতুল ২৬/০৪/২০১৫অনেক ভালো লাগা কাজ করছে
কবির লেখা পড়ে মারহাবা......। -
সুরমী খানম ২৬/০৪/২০১৫দারুন
-
সাকির খান ২৬/০৪/২০১৫awesome. keep it on Poet.
-
রইস উদ্দিন খান আকাশ ২৬/০৪/২০১৫অসাধারণ,
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৪/২০১৫নাইস
শুভেচ্ছা রইল ।