www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কামনার সীমারেখা এবং দেবী বন্দনা

গন্ধ পুষ্পের অধিকার আর সুগন্ধ তার ভূষণ
দু'য়ে মিলে পুষ্পের সৌন্দর্যে বিমোহিত হয় প্রাণীকূল
ছুটে যায় গন্ধের প্লাবনে
প্রেম থেকে জন্ম নেয় উল্লাস
ডুব সাঁতার দিয়ে তুলে আনে অমৃত
কেউ বা ব্যথিত হয় বঞ্চিত হয়ে
তবু সে স্বযত্নে আঁকড়ে ধরে পুষ্পকে
সৌন্দর্য ধারনে তার যেনো যতকিঞ্চত ক্ষতি না হয়।

এমনি করে সবার মতো
আমিও পথ চলি পুষ্পের আহবানে
প্রচন্ড ভীড়ের দরকষাকষিতে
একরূপ দূর থেকেই ভোগ করি তার সৌন্দর্য
কিন্তু তা আমার হয়ে উঠার আগেই পর হয়ে যায়।
গন্ধ ভালো লাগে কিন্তু দূর্গন্ধ মাদকতা ছড়ায়
নেশার ব্যাপ্তি যখন প্রচন্ড
তখন ধৈর্য্য ধারণ করি, পারি না
বারংবার পর্যুদস্ত মন দান ভিক্ষাই মেনে নেয়।

নেশাগ্রস্তরা একদিন গন্ধ ভুলে যায়
হয়তো সেরকম একদিন আমিও বিমোহিত হলাম
শিমুল ফুল দেখে
দেখবার পিপাসা মিটিয়েছি বহুকাল আগেই
কল্পনা আর কামনার মিলন ঘটেছে এখন
অসীম সীমারেখায়
ধ্যানবিষ্ট মহর্ষির মতো বসে থাকি
দেবীর পদ পল্লবের আহ্বানের অপেক্ষায়।

সেই ভালো গন্ধহীণ চরাচরে আমার রচিত সংসার
আমারই মতন, মন যেথায় বাসা বাঁধে
উল্লাস বা নিঃস্ব হয়ে পড়ে থাকবার ভয় নেই
জয় বা পরাজয়ের পর সুগন্ধ দূর্গন্ধ হয়ে উঠেনা
শুধু এক সৃষ্টি
আমি মহর্ষি আর সে দেবী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ২৫/০৪/২০১৫
    অসাধারণ !
    অনেক শুভেচ্ছা।
  • খুব সুন্দর, ভাল লাগলো কবি।
  • রক্তিম ২৪/০৪/২০১৫
    অসীম আনন্দে মন ভরে গেল । ভাল ভাল বেশ ভালো । আরো চাই এমন কিছু...
 
Quantcast