দরজা
গণিকার দরজা বন্ধ আজও, তাই আজকেও ফিরে যাও সমাজের অঙ্গ-প্রত্যঙ্গ আদি উপাদান মানুষ বা মানুষের মতো'রা পকেটে টাকা রেখে। পকেটে টাকা রাখতে হয় জানে সবাই, যেহেতু গণিকা এমনি দেয় না কিছুই, অন্তত তাই শোনা যায় মুখে মুখে। যাইহোক, দরজা বন্ধ, তাই আজকের মতো ফিরে যাও। অন্যবারের মতো ঐ টাকায় প্রিয়জনকে কিনে দিও কোন প্রিয়তম-বিশ্বস্ত বস্তু আর পুনর্বার বোলো 'শুধু তোমার জন্যই'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৯/০৪/২০১৮ভাল
-
কামরুজ্জামান সাদ ১৮/০৪/২০১৮ঠিক বলেছেন।।
-
আব্দুল হক ১৭/০৪/২০১৮বেশ সত্য কথা!!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৪/২০১৮বেশ লাগল।
লাইন গুলো সাজিয়ে দিলে মনে হয় ভাল হত।
ধন্যবাদ।