দেশ বিষয়ক
নব্বই শতাংশের মতো মানুষ বেঁচে আছে
দামি দশ শতাংশের প্রয়োজনে।
যারা সামর্থহীন তারা নিজেদের দোষে, মিথ্যে বলব না
প্রতিনিধিরা দেশ চালায় ভালো।
প্রতি মুহূর্তে ঘুণ ধরছে বুক থেকে বুকে
খুন হয়ে গেছে সাম্যবাদ ভাঙা কাস্তের বাঁকে
তবু রাস্তায় ক্লান্তি নেই, সবখানে অসুখ ছড়িয়ে আছে।
দারিদ্র্য বিষয়ে বলতে বলতে বুদ্ধিজীবীরাও ক্লান্ত বিরক্ত বা
বললেও দরকারে, মেপে। এখন সবার ওপরে ওঠার সময়, ক্ষুধার্ত মুখ আস্তাকুঁড়ের পাহাড়ে খোঁজে ঈশ্বর কণা, জানি
আজকেও রাজধানীতে হবে দুর্নীতি বিষয়ে জোর জল্পনা।
দামি দশ শতাংশের প্রয়োজনে।
যারা সামর্থহীন তারা নিজেদের দোষে, মিথ্যে বলব না
প্রতিনিধিরা দেশ চালায় ভালো।
প্রতি মুহূর্তে ঘুণ ধরছে বুক থেকে বুকে
খুন হয়ে গেছে সাম্যবাদ ভাঙা কাস্তের বাঁকে
তবু রাস্তায় ক্লান্তি নেই, সবখানে অসুখ ছড়িয়ে আছে।
দারিদ্র্য বিষয়ে বলতে বলতে বুদ্ধিজীবীরাও ক্লান্ত বিরক্ত বা
বললেও দরকারে, মেপে। এখন সবার ওপরে ওঠার সময়, ক্ষুধার্ত মুখ আস্তাকুঁড়ের পাহাড়ে খোঁজে ঈশ্বর কণা, জানি
আজকেও রাজধানীতে হবে দুর্নীতি বিষয়ে জোর জল্পনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৫/১১/২০১৭তবু বলতে হবে-"আহা কি আনন্দ আকাশে বাতাসে" এর চেয়ে নিষ্ঠুরতা আর কিসে?
-
সোলাইমান ২৫/১১/২০১৭অপূর্ব! মুগ্ধতা রেখে গেলাম। শুভেচ্ছা প্রিয় কবি
-
কে. পাল ২৫/১১/২০১৭দারুন