পাশবালিশের মতো
সময় চাকার দোসর, রেশনে খাপছাড়া বেঁচে থাকা
সঙ্গে ঠান্ডা-গরম ভাত, রাত বাজপড়া;
কারো হাসি হাসি মুখে সাজানো উদ্যান ক্যাফে
সবার জন্য খোলা একজন ছাড়া।
ঝাড়ি মারছে সাদাঘোড়া বা তির্যক নিজস্বী
যদিও ভালোই জানতে কে কার প্রভাবমুক্ত,
তাছাড়া শহরে বেকার বাড়লে সমস্যা নেই তেমন
যেহেতু মেপে হাত রাখতে শিখে গেছে সবাই।
সিঁদুরের কাছাকাছি চলে গেছে যে
তার এখন জাস্ট সময় নেই,
এসো শূন্যতা জড়িয়ে ধরো আমাকে
শীতঋতুর যৌবনে ঢাকা পড়ুক সম্পর্কের প্রান্ত।
কারা যেন বলে ক্রাইসিস বেকারত্ব শ্লোগান...
আমি বলি এইতো চির বসন্ত
অপেক্ষার অমৃত মুক্তির গান বাজাও 'বল হরি...'
শশ্মান-বাগানে যাই আজ একটু ঢং-কেত্তন করি।
সঙ্গে ঠান্ডা-গরম ভাত, রাত বাজপড়া;
কারো হাসি হাসি মুখে সাজানো উদ্যান ক্যাফে
সবার জন্য খোলা একজন ছাড়া।
ঝাড়ি মারছে সাদাঘোড়া বা তির্যক নিজস্বী
যদিও ভালোই জানতে কে কার প্রভাবমুক্ত,
তাছাড়া শহরে বেকার বাড়লে সমস্যা নেই তেমন
যেহেতু মেপে হাত রাখতে শিখে গেছে সবাই।
সিঁদুরের কাছাকাছি চলে গেছে যে
তার এখন জাস্ট সময় নেই,
এসো শূন্যতা জড়িয়ে ধরো আমাকে
শীতঋতুর যৌবনে ঢাকা পড়ুক সম্পর্কের প্রান্ত।
কারা যেন বলে ক্রাইসিস বেকারত্ব শ্লোগান...
আমি বলি এইতো চির বসন্ত
অপেক্ষার অমৃত মুক্তির গান বাজাও 'বল হরি...'
শশ্মান-বাগানে যাই আজ একটু ঢং-কেত্তন করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী শিহাব ০৩/০৯/২০১৭
-
সাঁঝের তারা ০২/০৯/২০১৭খুব সুন্দর ...
-
শ.ম. শহীদ ০২/০৯/২০১৭খুব ভালো লাগলো।
-
কে. পাল ০২/০৯/২০১৭ওহো ওহো......।।
অসাধারন...
আমি সাথি পেলাম...
আমার পাতায় আমন্ত্রন রইলো। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৯/২০১৭খুব সুন্দর।
বেকারত্বের অভিশাপ
উদয় হোক
স্বপ্নপূরণের একটি ইতিহাস!
দাদা, সত্যি অনবদ্য লিখনিতে মুগ্ধ হলাম