দূষণ
কত রকমের দূষণ ঘটছে আজকাল! বাতাস জল মাটি ইত্যাদি দূষণ তো কবে পুরনো হয়ে গেছে, শব্দ দূষণ ধর্মের পর্যায়ে তাছাড়া চিত্র-চলচ্চিত্র দূষণ স্বভাব দূষণ তো আছেই। কিন্তু আর এক ধরনের দূষণও বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে বিগত কয়েক দশক ধরে, যদিও দূষণটির নাম সঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি এখনও। সবাই চিন্তিত অথবা জোক মারছেন। একটা উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা যেতে পারে: প্রতিভাবানরা মঞ্চে জোরকদমে সিংহনাদ করতে উঠে পড়ে লেগেছেন, চলমান রাষ্ট্রীয় নাটকের যবনিকা পতনের কোন সম্ভবনাই নেই এখন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০২/০৯/২০১৭তাই তো দেখছি...
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৯/২০১৭দূষণকারীরা পাষণ্ড।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৯/২০১৭ঠিক আছে।
-
কে. পাল ০১/০৯/২০১৭Ok