আকুতি
"কা করুঁ সজ়নী আয়ে না বালম
তড়পত বীতী মোরী উন বিন রতিয়াঁ"
গাছে ছাওয়া ফুটপাথ দিয়ে কুয়াশায়
হেঁটে হেঁটে শীতের রাত শেষের দিকে
এখনও ফুরিয়ে যায়নি, অথচ
অসম্ভব ভিড় সব জায়গা জুড়েই।
ক্ষত সরিয়ে অর্ধেক বিছানা দাও
আতর ছড়ানো বা সাজানো বাসর
চাই না। হেসো না, চুলোয় যাক চাঁদ
অর্ধেক জায়গা দাও তোমার পাশে,
শান্তিতে ঘুমাই একটু আর স্বপ্ন দেখি...
তড়পত বীতী মোরী উন বিন রতিয়াঁ"
গাছে ছাওয়া ফুটপাথ দিয়ে কুয়াশায়
হেঁটে হেঁটে শীতের রাত শেষের দিকে
এখনও ফুরিয়ে যায়নি, অথচ
অসম্ভব ভিড় সব জায়গা জুড়েই।
ক্ষত সরিয়ে অর্ধেক বিছানা দাও
আতর ছড়ানো বা সাজানো বাসর
চাই না। হেসো না, চুলোয় যাক চাঁদ
অর্ধেক জায়গা দাও তোমার পাশে,
শান্তিতে ঘুমাই একটু আর স্বপ্ন দেখি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২৩/০৮/২০১৭
-
অর্ক রায়হান ২৩/০৮/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৮/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ২২/০৮/২০১৭বেশ ...
-
সুশান্ত বিশ্বাস ২২/০৮/২০১৭আর একটু ভালো চাই
অর্ধেকটাই তো চাই, তোমার পাশে
তোমার কাছে থাকবার আশে।