www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিচ্ছেদ

বৃষ্টি নেমেছে অঝোর, দেখে-ফেলো না ভুল করে--
আজও শেষ না হওয়া গল্প বলছে মেঘ।

জানালার বাইরে রেখো না আচ্ছন্ন আঙুল এসময়,
যদি মনে পড়ে যাই আবার পুরনো কথার মরশুমে!

রাস্তায় বা নদীর ধারে ভিজতে চেয়েছি কমবেশি কখনও,
তুমি ধরে হেঁটে ছিলে কোন অপরিচিত হাত।

উদ‍্যানে বিদ্যুৎ-ঝড়, হাজারো ফুলের কাতর বিজ্ঞাপন
তবু ঘরে গেছে ফিরে, ফিরবার কথা ছিল যাদের।

এখনও কারণ খুঁজতে হয় তোমার, গড়িয়ে যায় বিকেল
বইয়ের পাতা স্মৃতিমেদুর, লেখা শুধু বিচ্ছেদ।

হয়ত এবার বর্ষা হবে ভাল, তারিফ করব না
সবাই জানে বাড়িয়ে লেখা পাপ, তুমি বরং অন্য ঘর গোছাও।

বৃষ্টি নেমেছে অঝোর, দেখে-ফেলো না ভুল করে--
আজও শেষ না হওয়া গল্প বলছে মেঘ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast