বিচ্ছেদ
বৃষ্টি নেমেছে অঝোর, দেখে-ফেলো না ভুল করে--
আজও শেষ না হওয়া গল্প বলছে মেঘ।
জানালার বাইরে রেখো না আচ্ছন্ন আঙুল এসময়,
যদি মনে পড়ে যাই আবার পুরনো কথার মরশুমে!
রাস্তায় বা নদীর ধারে ভিজতে চেয়েছি কমবেশি কখনও,
তুমি ধরে হেঁটে ছিলে কোন অপরিচিত হাত।
উদ্যানে বিদ্যুৎ-ঝড়, হাজারো ফুলের কাতর বিজ্ঞাপন
তবু ঘরে গেছে ফিরে, ফিরবার কথা ছিল যাদের।
এখনও কারণ খুঁজতে হয় তোমার, গড়িয়ে যায় বিকেল
বইয়ের পাতা স্মৃতিমেদুর, লেখা শুধু বিচ্ছেদ।
হয়ত এবার বর্ষা হবে ভাল, তারিফ করব না
সবাই জানে বাড়িয়ে লেখা পাপ, তুমি বরং অন্য ঘর গোছাও।
বৃষ্টি নেমেছে অঝোর, দেখে-ফেলো না ভুল করে--
আজও শেষ না হওয়া গল্প বলছে মেঘ।
আজও শেষ না হওয়া গল্প বলছে মেঘ।
জানালার বাইরে রেখো না আচ্ছন্ন আঙুল এসময়,
যদি মনে পড়ে যাই আবার পুরনো কথার মরশুমে!
রাস্তায় বা নদীর ধারে ভিজতে চেয়েছি কমবেশি কখনও,
তুমি ধরে হেঁটে ছিলে কোন অপরিচিত হাত।
উদ্যানে বিদ্যুৎ-ঝড়, হাজারো ফুলের কাতর বিজ্ঞাপন
তবু ঘরে গেছে ফিরে, ফিরবার কথা ছিল যাদের।
এখনও কারণ খুঁজতে হয় তোমার, গড়িয়ে যায় বিকেল
বইয়ের পাতা স্মৃতিমেদুর, লেখা শুধু বিচ্ছেদ।
হয়ত এবার বর্ষা হবে ভাল, তারিফ করব না
সবাই জানে বাড়িয়ে লেখা পাপ, তুমি বরং অন্য ঘর গোছাও।
বৃষ্টি নেমেছে অঝোর, দেখে-ফেলো না ভুল করে--
আজও শেষ না হওয়া গল্প বলছে মেঘ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৮/২০১৭সুন্দর। শুভেচ্ছা।