লোকাল ট্রেন
নিখরচায় জ্ঞান পাবেন সেটাও উপযাচিত
সময়ে দেখবেন তারাই আবার চার অক্ষরের--,
একটু উদ্ধত।
সিটে বসে অথবা ঝুলে দাঁড়িয়ে থাকবেন মুখোমুখি
অসহ্য ঠেলাঠেলি থমথমে বা গমগমে পরিবেশ
কপাল ভালো হলে দেখতে পাবেন কার্টুন-সং দ্বৈরথ।
যার ভেতরে একসঙ্গে অনেক কিছু চলে তাকে বলে মাথা
তো ট্রেন চলছে, মাথাও
হঠাৎ শুনবেন--'আমার কিন্তু আছে, আপনারটা?'
তারপর পুরো ট্রেন জুড়ে থাকবে আন্তরিক নিস্তব্ধতা।
অন্তিমে একটু জায়গা চাই, পায়ের ফাঁকে নয় দরজায়
ভীষণভাবে ভাবছেন তাহলে উতরে যাবেন কায়ক্লেশে।
তারপর
তারপর দেখবেন আপনার স্টেশন এসে গেছে।
সময়ে দেখবেন তারাই আবার চার অক্ষরের--,
একটু উদ্ধত।
সিটে বসে অথবা ঝুলে দাঁড়িয়ে থাকবেন মুখোমুখি
অসহ্য ঠেলাঠেলি থমথমে বা গমগমে পরিবেশ
কপাল ভালো হলে দেখতে পাবেন কার্টুন-সং দ্বৈরথ।
যার ভেতরে একসঙ্গে অনেক কিছু চলে তাকে বলে মাথা
তো ট্রেন চলছে, মাথাও
হঠাৎ শুনবেন--'আমার কিন্তু আছে, আপনারটা?'
তারপর পুরো ট্রেন জুড়ে থাকবে আন্তরিক নিস্তব্ধতা।
অন্তিমে একটু জায়গা চাই, পায়ের ফাঁকে নয় দরজায়
ভীষণভাবে ভাবছেন তাহলে উতরে যাবেন কায়ক্লেশে।
তারপর
তারপর দেখবেন আপনার স্টেশন এসে গেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০২/০৯/২০১৭দারুন
-
সমির প্রামাণিক ১৬/০৮/২০১৭জার্নি করলাম-যন্ত্রণা পেলাম না। খুব সুন্দর ভ্রমণ। কবিকে শুভেচ্ছা।
-
কামরুজ্জামান সাদ ১৬/০৮/২০১৭ভালোই
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৬/০৮/২০১৭সুন্দর
-
আব্দুল হক ১৫/০৮/২০১৭সুন্দর লিখা!!