মুহুর্ত
শেষবার ব্যর্থতার আগে ছিড়ে নেয় প্রস্ফুটিতরা
শরৎ-হেমন্ত থেকে ফোঁটা ফোঁটা কুয়াশা-শিশির
অন্ধকার থেকে বেরিয়ে শরীরের ভেতরে এসে
উত্তাপ খোঁজে কোন তরল ইঙ্গিত
ঠোঁটের স্পর্শ দাগ যন্ত্রণা মাড়িয়ে উত্তাল
ফুলে ওঠা ক্ষতের চারপাশে
লবনাক্ত শুক্রকীট রক্তে সাঁঁতারকাটে
নৌকার পিপাসা তোলে জন্মান্ধ সমুদ্রে ঢেউ-বিক্ষোভ
শরৎ-হেমন্ত থেকে ফোঁটা ফোঁটা কুয়াশা-শিশির
অন্ধকার থেকে বেরিয়ে শরীরের ভেতরে এসে
উত্তাপ খোঁজে কোন তরল ইঙ্গিত
ঠোঁটের স্পর্শ দাগ যন্ত্রণা মাড়িয়ে উত্তাল
ফুলে ওঠা ক্ষতের চারপাশে
লবনাক্ত শুক্রকীট রক্তে সাঁঁতারকাটে
নৌকার পিপাসা তোলে জন্মান্ধ সমুদ্রে ঢেউ-বিক্ষোভ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৩/০৮/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৮/২০১৭অর্থবহ।
-
তীর্থের কাক ১২/০৮/২০১৭সুন্দন!
-
মোনালিসা ১২/০৮/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ১২/০৮/২০১৭ভালো