তৃতীয় বিশ্বের কোলাজ
আত্মীয়তা ভেঙে ফাঁকা ফাঁকা মানুষ, দুরত্ব বজায় রাখে
সমুদ্র-সীমানা-দেওয়াল, দেশে ক্রমশ ঘন জনবসতি গড়ে ওঠে।
নরকে প্রজন্ম আসে বারবার, সময় বদলায় না--
ফুল-মালা পরিয়ে সৌধের মহৎ শ্লীলতাহানি,
ব্যানার হোর্ডিং-এ ঝোলানো উলঙ্গ আদর্শ--
তৃতীয় বিশ্বের চাটুগিরি ও সাফল্যের কোলাজ।
সর্বত্র কেবল নাটক নাটক স্বেচ্ছাচার--
খবরে রাষ্ট্রের হাসি হাসি মুখ আর
কাগজে সাজানো উন্নয়নের জারজ ইস্তেহার।
জীবিত যুগে রক্তের দাম দেয় না মানবিক দেশ
যারা বেচতে শিখে গেছে নিজেকে সেই কানকাটার দল
রাজার জুতো মাথায় করে গণকবর খোঁড়ে...
কবরে শুধুই পতাকা ও স্লোগানের ব্যর্থ-সঞ্চয়।
মানুষ হতে সময় লাগে মূর্খ হতেও, মানুষ তবু মূর্খ হতে চায়।
সমুদ্র-সীমানা-দেওয়াল, দেশে ক্রমশ ঘন জনবসতি গড়ে ওঠে।
নরকে প্রজন্ম আসে বারবার, সময় বদলায় না--
ফুল-মালা পরিয়ে সৌধের মহৎ শ্লীলতাহানি,
ব্যানার হোর্ডিং-এ ঝোলানো উলঙ্গ আদর্শ--
তৃতীয় বিশ্বের চাটুগিরি ও সাফল্যের কোলাজ।
সর্বত্র কেবল নাটক নাটক স্বেচ্ছাচার--
খবরে রাষ্ট্রের হাসি হাসি মুখ আর
কাগজে সাজানো উন্নয়নের জারজ ইস্তেহার।
জীবিত যুগে রক্তের দাম দেয় না মানবিক দেশ
যারা বেচতে শিখে গেছে নিজেকে সেই কানকাটার দল
রাজার জুতো মাথায় করে গণকবর খোঁড়ে...
কবরে শুধুই পতাকা ও স্লোগানের ব্যর্থ-সঞ্চয়।
মানুষ হতে সময় লাগে মূর্খ হতেও, মানুষ তবু মূর্খ হতে চায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৮/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ১৩/০৮/২০১৭চমৎকার
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৩/০৮/২০১৭দারুণ
-
তীর্থের কাক ১৩/০৮/২০১৭বাহ্!!
-
কামরুজ্জামান সাদ ১৩/০৮/২০১৭চমৎকার