মুখবন্ধ
সীমানায় যদি কথা বপন করি
ধর্ম-কাঁটাতার, তুমি কতটা রক্ত ঝরাবে?
--প্রশ্নটা সেই না জানার ভান।
জন্মের পর আর একটা প্রশ্বাস
তারপর ধরতে হবে ছুরি মুখোশ...
পরে নিতে কয়েকবার হিংসা-জামা।
অস্ত্র তৈরির কারখানায় চিরকাল
মানুষ থাকবেই সত্যের চণ্ডীদাস,
হত্যা করতে ক্রীতদাস-দাসী, ঘর-পথ-বাতাস।
মেঘে শান দেওয়া পূর্ব থেকে সূর্যাস্ত
রাজধানীতে এখন উত্তপ্ত দুপুর,
প্রস্তুতি নিচ্ছে আজন্ম লুকোনো আততায়ীর সবুর।
গোলটেবিলে সাজানো সব দেশ
বৈঠকী ঢঙে শুরু হয়েছে দাবাখেলা।
ধর্ম-কাঁটাতার, তুমি কতটা রক্ত ঝরাবে?
--প্রশ্নটা সেই না জানার ভান।
জন্মের পর আর একটা প্রশ্বাস
তারপর ধরতে হবে ছুরি মুখোশ...
পরে নিতে কয়েকবার হিংসা-জামা।
অস্ত্র তৈরির কারখানায় চিরকাল
মানুষ থাকবেই সত্যের চণ্ডীদাস,
হত্যা করতে ক্রীতদাস-দাসী, ঘর-পথ-বাতাস।
মেঘে শান দেওয়া পূর্ব থেকে সূর্যাস্ত
রাজধানীতে এখন উত্তপ্ত দুপুর,
প্রস্তুতি নিচ্ছে আজন্ম লুকোনো আততায়ীর সবুর।
গোলটেবিলে সাজানো সব দেশ
বৈঠকী ঢঙে শুরু হয়েছে দাবাখেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১০/০৮/২০১৭খুব ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৮/২০১৭ভালো।
-
মোনালিসা ১০/০৮/২০১৭সুন্দর হয়েছে
-
Abdullah Al Mamun ১০/০৮/২০১৭Valo