ব্যাখ্যা ছাড়া লুকোচুরি
জামাকাপড় পেরোচ্ছে শীত, ফুরসত নেই, ফুরোচ্ছে দিন
খোলা বই সঙ্গে কিছু খাবার--শেষমেশ রাত কাবার।
সময় হলেও ক্লাসে যাব না কাল, সিনেমা কাটব
তুই না এলে পরোয়া নেই, গল্প ইত্যাদি সঙ্গে রাখব।
আসি আসি করে আসবে পরীক্ষা, টেনশন সাইবার
কোথা থেকে কেন জানি না প্রতিদিন সন্ধে নামে পাড়ার।
প্রশ্ন মানেই কঠিন, পরীক্ষা-হলে সববারেই মন্ত্র মনে পড়ে:
আমি জানি না দাদা জানে তবু স্যার'রা ডেকে আনে।
গাছে'রা সব বোকা--ঘুরপাক খাচ্ছে, ফিরবার ট্রেন থেকে দেখা
একবিংশেও খাল-পুকুরের জলে উল্টে রেখেছে মাথা।
সবাই ভালো জানে, মানুষ কেন সুযোগ পেলেই ফাঁক খোঁজে
কাজ নেই, কখনও তাক করে ঢিল ছুঁড়ে দিই নেড়ি কুত্তার লেজে।
শব্দ কেটে-ধুয়ে উনুনে কবিতা বসিয়েছি প্রাত্যহিক অন্তরালে,
কখনও-সখনও পাগলামোকে কবিতামো বলে।
খোলা বই সঙ্গে কিছু খাবার--শেষমেশ রাত কাবার।
সময় হলেও ক্লাসে যাব না কাল, সিনেমা কাটব
তুই না এলে পরোয়া নেই, গল্প ইত্যাদি সঙ্গে রাখব।
আসি আসি করে আসবে পরীক্ষা, টেনশন সাইবার
কোথা থেকে কেন জানি না প্রতিদিন সন্ধে নামে পাড়ার।
প্রশ্ন মানেই কঠিন, পরীক্ষা-হলে সববারেই মন্ত্র মনে পড়ে:
আমি জানি না দাদা জানে তবু স্যার'রা ডেকে আনে।
গাছে'রা সব বোকা--ঘুরপাক খাচ্ছে, ফিরবার ট্রেন থেকে দেখা
একবিংশেও খাল-পুকুরের জলে উল্টে রেখেছে মাথা।
সবাই ভালো জানে, মানুষ কেন সুযোগ পেলেই ফাঁক খোঁজে
কাজ নেই, কখনও তাক করে ঢিল ছুঁড়ে দিই নেড়ি কুত্তার লেজে।
শব্দ কেটে-ধুয়ে উনুনে কবিতা বসিয়েছি প্রাত্যহিক অন্তরালে,
কখনও-সখনও পাগলামোকে কবিতামো বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৯/০৮/২০১৭ভালো
-
সমির প্রামাণিক ০৯/০৮/২০১৭সুন্দর পাগলামো।
-
Abdullah Al Mamun ০৯/০৮/২০১৭Valo
-
মোনালিসা ০৯/০৮/২০১৭সুন্দর
-
রেজাউল আবেদীন ০৯/০৮/২০১৭ha ha ha ! Kobitamu sundor shobdo