চিরহরিৎ
উপকূলে পোঁছে নৌকা সন্মুখে ঠেকে
চমকে ওঠে প্রতিবার,
ছিটেফোঁটা লেগে থাকে নোঙরের দাঁতে
বালি খুন করা নোনতা স্বাদ।
লাঙলের ফালে মরচে সময় অকেজো
পরিশ্রমে ভাঙা নিরুদ্দেশ হাড়,
সিঁদুরে মেঘের নিম আবছায়ায়
উনুন জ্বালায় সূর্যাস্ত-চাঁদ।
ছুঁড়ে ফেলা ঠোঙায় ছিল কৌতুক
চলচ্চিত্র খুঁজে নেয় বক্সঅফিস শুক্রবার,
তুমি বললেও ফিরবেনা কাটা ঘুড়ি
একলা কথাও জিরিয়ে নেবে শেষবার।
অসাড় পড়ে আছে বেহায়া রাস্তা ফ্যাকাসে
বেহিসেবি উড়ন্ত চুমুর বোকাবোকা ছুটোছুটি,
চাকায় ঠাসা শহরের ইতিহাস আজীবন
ঝাঁকুনি খেয়ে শৈশব বদলে নেয় রুচি।
চমকে ওঠে প্রতিবার,
ছিটেফোঁটা লেগে থাকে নোঙরের দাঁতে
বালি খুন করা নোনতা স্বাদ।
লাঙলের ফালে মরচে সময় অকেজো
পরিশ্রমে ভাঙা নিরুদ্দেশ হাড়,
সিঁদুরে মেঘের নিম আবছায়ায়
উনুন জ্বালায় সূর্যাস্ত-চাঁদ।
ছুঁড়ে ফেলা ঠোঙায় ছিল কৌতুক
চলচ্চিত্র খুঁজে নেয় বক্সঅফিস শুক্রবার,
তুমি বললেও ফিরবেনা কাটা ঘুড়ি
একলা কথাও জিরিয়ে নেবে শেষবার।
অসাড় পড়ে আছে বেহায়া রাস্তা ফ্যাকাসে
বেহিসেবি উড়ন্ত চুমুর বোকাবোকা ছুটোছুটি,
চাকায় ঠাসা শহরের ইতিহাস আজীবন
ঝাঁকুনি খেয়ে শৈশব বদলে নেয় রুচি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৮/০৮/২০১৭sundor lekhar style...suveccha...
-
সাঁঝের তারা ০৭/০৮/২০১৭মুগ্ধ...
-
কামরুজ্জামান সাদ ০৭/০৮/২০১৭বেশ
-
অর্ক রায়হান ০৭/০৮/২০১৭ভালো।