আগুন জ্বলে উঠুক
মধ্যবিত্ত সুখে আচ্ছন্ন নেশাগ্রস্ত শহরে
একবার অন্তত আগুন জ্বলে উঠুক
বাকি অংশের শেষ দেখে নেবে প্রজন্ম--
ছোট-খাটো বিপ্লবে বা রোমহর্ষক সিনেমা থিয়েটারে
না হলে সংশয়ে বেঁচে নেবে যৌবন
গাছেদের মতো পুড়তে পুড়তে দাবানল বাসরে
ছাই থেকে তারপর জন্ম নিলে নিতে পারে
নরকে নিষিদ্ধ পারিজাত বা নতুন আশঙ্কার ঋতু বা
অন্য কিছু অথবা না হলেও ক্ষতি নেই কিন্তু তার আগে
অনন্ত একবার আগুন জ্বলে উঠুক
মধ্যবিত্ত সুখে আচ্ছন্ন নেশাগ্রস্ত শহরে
একবার অন্তত আগুন জ্বলে উঠুক
বাকি অংশের শেষ দেখে নেবে প্রজন্ম--
ছোট-খাটো বিপ্লবে বা রোমহর্ষক সিনেমা থিয়েটারে
না হলে সংশয়ে বেঁচে নেবে যৌবন
গাছেদের মতো পুড়তে পুড়তে দাবানল বাসরে
ছাই থেকে তারপর জন্ম নিলে নিতে পারে
নরকে নিষিদ্ধ পারিজাত বা নতুন আশঙ্কার ঋতু বা
অন্য কিছু অথবা না হলেও ক্ষতি নেই কিন্তু তার আগে
অনন্ত একবার আগুন জ্বলে উঠুক
মধ্যবিত্ত সুখে আচ্ছন্ন নেশাগ্রস্ত শহরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭আগুন জ্বলে উঠুক নেশাগ্রস্থ শহরে...