অফিসটাইম
অফিসটাইম, ঠেলাঠেলিতে ট্রেন-বাসে বইছে নাগরিক স্রোত;
মেঘ সরে তখন সকাল দশটা, তোমার ঠোঁট ছুঁতে এলো রোদ।
গোলাপেরা নোটিশ জারিত বাগানের পরাজিত শীতঘুমে;
অনুবাদ 'মেঘদূত' সহজপাচ্য ঠিকই, তবে নয় তা ব্যস্ত সময়ে।
একটা-দুটো ফোনকল, মুখ দেখে চিনে নেওয়া আলগা কলিগ;
বেড়ানোর গল্প জমে ক্ষীর, পাওনা আজও হারাবে বস্তির জীব।
না না ঠান্ডা কোথায়, মার্কেটে আইপিএল হেব্বি কাটছে বস;
ইলেকট্রিকের তার ৬৬ হাজার, এক্ষুনি এসি কেবিনে ঢুকবেন লেডিজ়হর্স।
চোখে মুখে জরিপ চলে, কে কেমন কার টা কেমন;
কানাকানি-ফিসফিস-চাপাচাপি, সময়ে আবার সবাই লক্ষ্মী ছেলে-মেয়ের মতন।
কেবিনে হিসেবটা আসলে হিসেব নয়--মারপ্যাঁচের তুঁহু;
অফিস দৈনন্দিন--সাপের মুখে চুমু খেয়ে ব্যাঙের মুখে উঁহু।
ফেরার সময় দু-একটা কেনাকাটা, পাশের সিটে ক্লান্ত মিসেস সেন;
ঘাম মুছে উঠছে হকার, সশব্দে ছুটে পালাচ্ছে বিকেলের বাস-ট্রেন।
মেঘ সরে তখন সকাল দশটা, তোমার ঠোঁট ছুঁতে এলো রোদ।
গোলাপেরা নোটিশ জারিত বাগানের পরাজিত শীতঘুমে;
অনুবাদ 'মেঘদূত' সহজপাচ্য ঠিকই, তবে নয় তা ব্যস্ত সময়ে।
একটা-দুটো ফোনকল, মুখ দেখে চিনে নেওয়া আলগা কলিগ;
বেড়ানোর গল্প জমে ক্ষীর, পাওনা আজও হারাবে বস্তির জীব।
না না ঠান্ডা কোথায়, মার্কেটে আইপিএল হেব্বি কাটছে বস;
ইলেকট্রিকের তার ৬৬ হাজার, এক্ষুনি এসি কেবিনে ঢুকবেন লেডিজ়হর্স।
চোখে মুখে জরিপ চলে, কে কেমন কার টা কেমন;
কানাকানি-ফিসফিস-চাপাচাপি, সময়ে আবার সবাই লক্ষ্মী ছেলে-মেয়ের মতন।
কেবিনে হিসেবটা আসলে হিসেব নয়--মারপ্যাঁচের তুঁহু;
অফিস দৈনন্দিন--সাপের মুখে চুমু খেয়ে ব্যাঙের মুখে উঁহু।
ফেরার সময় দু-একটা কেনাকাটা, পাশের সিটে ক্লান্ত মিসেস সেন;
ঘাম মুছে উঠছে হকার, সশব্দে ছুটে পালাচ্ছে বিকেলের বাস-ট্রেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ৩১/০৭/২০১৭সুন্দর বর্ণনা ...
-
Abdullah Al Mamun ৩০/০৭/২০১৭Nice
-
কামরুজ্জামান সাদ ৩০/০৭/২০১৭অ ন ব দ্য
-
মোনালিসা ৩০/০৭/২০১৭অপূর্ব
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৭/২০১৭সু ন্দ র।