একা একা
নির্বাক ঘরে রাস্তাঘাটে মানুষ এখন একা একা
কতকিছুই গোপন ক'রে রাখে
একটা কিছু পেতে চায় কোন একটার বদলে
ট্রেনে বাসে দেখা হলে আপনি উনি না হলে
ভিড় কম এখন আরশিতে
ফেসবুকে ভালো থাকতে চায় কখনও অবুঝ'রা
চুপচাপ বয়স গড়িয়ে যায় সৈকতে
একা একা মানুষ এখন শরীর খোঁজে অন্ধকারে
বোতলে জমিয়ে রাখে স্মৃতি আর
ডাক্তারের কথা-মতো ঘুমের বড়ি খায় রাতে
কতকিছুই গোপন ক'রে রাখে
একটা কিছু পেতে চায় কোন একটার বদলে
ট্রেনে বাসে দেখা হলে আপনি উনি না হলে
ভিড় কম এখন আরশিতে
ফেসবুকে ভালো থাকতে চায় কখনও অবুঝ'রা
চুপচাপ বয়স গড়িয়ে যায় সৈকতে
একা একা মানুষ এখন শরীর খোঁজে অন্ধকারে
বোতলে জমিয়ে রাখে স্মৃতি আর
ডাক্তারের কথা-মতো ঘুমের বড়ি খায় রাতে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৭/২০১৭ভালো।
-
অর্ক রায়হান ২৯/০৭/২০১৭ভালো।
-
কামরুজ্জামান সাদ ২৯/০৭/২০১৭সুন্দর