হত্যা
কেঁপে ওঠে মাটি প্রতিবার ঠিকরে
যদি শহীদের নাম খোঁড়ে কবর,
হৃদয়ে ছিল স্বাধীন কৃপণতার মুখ
দেশে স্বাভাবিক পাতা ওল্টানো রকমারি খবর।
পাল্টায় না কিছুই, দাম কমে বাড়ে
সময় ঘুরে আগামী হত্যার শঙ্খ বাজে,
গণহত্যার সেরকমই কোন দিনে রাতে
ইতিহাস পুনরাবৃত্তির ঘাটে দাঁড়িয়ে থাকে।
অন্যমনস্ক সূর্যোদয়, ব্যস্ততা গল্প বদলে নেয়
সাক্ষী ছাড়াই নিহত-দেহ ছুটে যায় শশ্মানে,
মাথাও শুনছি কিনতে পাওয়া যায়
হাত বাড়ানো বাজার-সভায় নির্লজ্জ দামে।
মানুষ এখনও মরতে শেখেনি হয়ত
হত্যার স্কুল তাই আজও জন্মায় পথেঘাটে।
যদি শহীদের নাম খোঁড়ে কবর,
হৃদয়ে ছিল স্বাধীন কৃপণতার মুখ
দেশে স্বাভাবিক পাতা ওল্টানো রকমারি খবর।
পাল্টায় না কিছুই, দাম কমে বাড়ে
সময় ঘুরে আগামী হত্যার শঙ্খ বাজে,
গণহত্যার সেরকমই কোন দিনে রাতে
ইতিহাস পুনরাবৃত্তির ঘাটে দাঁড়িয়ে থাকে।
অন্যমনস্ক সূর্যোদয়, ব্যস্ততা গল্প বদলে নেয়
সাক্ষী ছাড়াই নিহত-দেহ ছুটে যায় শশ্মানে,
মাথাও শুনছি কিনতে পাওয়া যায়
হাত বাড়ানো বাজার-সভায় নির্লজ্জ দামে।
মানুষ এখনও মরতে শেখেনি হয়ত
হত্যার স্কুল তাই আজও জন্মায় পথেঘাটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২৮/০৭/২০১৭অন্যরকম
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৭/২০১৭খুব ভালো।
-
কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৭সুন্দর উপস্থাপনা
-
সাঁঝের তারা ২৭/০৭/২০১৭বেশ ...