ঝগড়া
মেনে নেব সব, বলে দিও টেক্সট করে
যদি আর না-আসতে চাও প্রান্তর।
তোমার কাছে সময় ছুটছে একটু বেশিই
বিকেলের মতো আর পড়ে নেই বছর।
ভালো থাক জল-পথ-ঘাট, বানানো কথা, ছোট মহাদেশ
হারিয়ে যেও তুমি, চিনবে না ভিড়ের এই শহর।
আমিও আর চাইবো না করতে কখনও
পরিচিত রাস্তায় হেঁটে গোপন গল্প-প্রশ্ন অবান্তর।
যদি আর না-আসতে চাও প্রান্তর।
তোমার কাছে সময় ছুটছে একটু বেশিই
বিকেলের মতো আর পড়ে নেই বছর।
ভালো থাক জল-পথ-ঘাট, বানানো কথা, ছোট মহাদেশ
হারিয়ে যেও তুমি, চিনবে না ভিড়ের এই শহর।
আমিও আর চাইবো না করতে কখনও
পরিচিত রাস্তায় হেঁটে গোপন গল্প-প্রশ্ন অবান্তর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৭/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
ন্যান্সি দেওয়ান ২৬/০৭/২০১৭Good.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৭/২০১৭বাস্তব।
-
আব্দুল হক ২৬/০৭/২০১৭দৈনন্দিন!!