একেকদিন
পার্কে বসি, রাস্তায় থেকে থেকে হাঁটি কখনও-সখনও
এক-আধবার খবরের কাগজে মুখ ঢোকাই-- চমকও লাগে একটু,
চোখ কচলাই, কতো রকম খবর!
অথবা দিঘির ধারেকাছে বসে ঘাসকুটি চিবাই বা ভাঙা পাথর
ছুঁড়ে দিই দিঘির জলে--ঢেউ হয় তারপর থিতিয়ে পড়তে পড়তে
আবার সেই সমতল জল, ক্ষত শুকায় না।
বাস-ট্রেন ঠেঙিয়ে কারও জন্য নয় তবু
ফিরে আসি বাড়িতে, ফিরবার ধর্মে।
কিসসা পড়ি, রাত বাড়ে, মজা হয় না, ঘুম লাগে শরীরে বিছানায়
মৃত্যু কি করে কে জানে, আসে না।
এক-আধবার খবরের কাগজে মুখ ঢোকাই-- চমকও লাগে একটু,
চোখ কচলাই, কতো রকম খবর!
অথবা দিঘির ধারেকাছে বসে ঘাসকুটি চিবাই বা ভাঙা পাথর
ছুঁড়ে দিই দিঘির জলে--ঢেউ হয় তারপর থিতিয়ে পড়তে পড়তে
আবার সেই সমতল জল, ক্ষত শুকায় না।
বাস-ট্রেন ঠেঙিয়ে কারও জন্য নয় তবু
ফিরে আসি বাড়িতে, ফিরবার ধর্মে।
কিসসা পড়ি, রাত বাড়ে, মজা হয় না, ঘুম লাগে শরীরে বিছানায়
মৃত্যু কি করে কে জানে, আসে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৭/২০১৭সুন্দর।
-
সাঁঝের তারা ২৫/০৭/২০১৭ভালো
-
কামরুজ্জামান সাদ ২৫/০৭/২০১৭কবি একটা জিজ্ঞাসা ছিলো,ধ্রুবক নামটা কি ছদ্মনাম?