কবিতা শিকার
দেশ ঘুমায় বিপদের রাত
বিছানা জানে বয়সের পাপ,
হিসেব করে বছর পেরিয়ে যায়।
বৃষ্টির ভেতর লুকিয়ে রাখে ক্ষোভ
রেল-কলোনির ঝোপ ও শব্দ-বিদ্যুৎ,
ভিজতে ভিজতে ট্রেন পুরনো পথ মাড়ায়।
'রানার' নিয়ে চলে গেছে সংবাদ
প্রতিটি ঘর নিভিয়ে দিয়েছে আলো,
প্রান্ত সময় দেখছে অশুভ আঁতাত
নাগরিক এবার কবিতা শিকারে চলো।
বিছানা জানে বয়সের পাপ,
হিসেব করে বছর পেরিয়ে যায়।
বৃষ্টির ভেতর লুকিয়ে রাখে ক্ষোভ
রেল-কলোনির ঝোপ ও শব্দ-বিদ্যুৎ,
ভিজতে ভিজতে ট্রেন পুরনো পথ মাড়ায়।
'রানার' নিয়ে চলে গেছে সংবাদ
প্রতিটি ঘর নিভিয়ে দিয়েছে আলো,
প্রান্ত সময় দেখছে অশুভ আঁতাত
নাগরিক এবার কবিতা শিকারে চলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৮/০৭/২০১৭কবি, কবিতা শিকারের context... ধরতে চিন্তায় চিন্তায়...মন্তব্যে আর কি বলবো, কবির বোঝার সাধ্য কবির। আমার মতো আমি বুঝলাম কবিতা লেখার এখনিই সময়। শুভেচ্ছা।
-
নাবিক ১৭/০৭/২০১৭darun
-
কামরুজ্জামান সাদ ১৭/০৭/২০১৭দারুন।শুভেচ্ছা কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৭/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ১৭/০৭/২০১৭ভাল