দুটি ছড়া
খোকন সোনা
লাল পরী নীল পরী যাচ্ছ কোথায় ছুটে,
একটুখানি ঘুম দিয়ে যাও খোকন সোনার চোখে ৷
দুধ মাখা ভাত খায়না খোকন তোমরা এসে খাও
তার বদলে একটু খানি ঘুম দিয়ে যাও ৷
বড় হলে খোকন হবে মস্ত বড় ডাক্তার,
অসুখ হলে ঔষধ দেবে লাগবেনা ফিস তার ৷
২/১২/২০১৪
টাট্টু ঘোড়ার ছা
টাট্টু ঘোড়া ডিম পেরেছে
সিংহ মামার বাড়ি,
তাইনা শুনে বাঘ মামাটা
করলো ভীষন আড়ি।
সূয্যি মামা বেজায় খুশি
ডিমে দিল তা,
কদিন পরে বের হলো এক
টাট্টু ঘোড়ার ছা ।
২/১২/২০১
লাল পরী নীল পরী যাচ্ছ কোথায় ছুটে,
একটুখানি ঘুম দিয়ে যাও খোকন সোনার চোখে ৷
দুধ মাখা ভাত খায়না খোকন তোমরা এসে খাও
তার বদলে একটু খানি ঘুম দিয়ে যাও ৷
বড় হলে খোকন হবে মস্ত বড় ডাক্তার,
অসুখ হলে ঔষধ দেবে লাগবেনা ফিস তার ৷
২/১২/২০১৪
টাট্টু ঘোড়ার ছা
টাট্টু ঘোড়া ডিম পেরেছে
সিংহ মামার বাড়ি,
তাইনা শুনে বাঘ মামাটা
করলো ভীষন আড়ি।
সূয্যি মামা বেজায় খুশি
ডিমে দিল তা,
কদিন পরে বের হলো এক
টাট্টু ঘোড়ার ছা ।
২/১২/২০১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০৮/১২/২০১৪বেশ চমৎকার শিশুতোষ ছড়া ।