www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পালকি চলে

পালকি চলে পালকি চলে;
তপ্ত রোদে গগন তলে
চার বেহারা সুর তুলে যায়
হুন হুনা হুন দুলকি তালে।

পালকি চলে পালকি চলে
জামাই মশাই হাটছে দোলে
লাল টুক টুক বউ ফিরে চায়
দরজা দুটো একটু খুলে।

পালকি চলে পালকি চলে
 জোড়াদীঘির মাঠ পেরুলেই
ঐ যে গাঁয়ের পথ দেখা যায়
পা চালিয়ে চল সকলে।

# দেলোয়ার হোসেন#
জেদ্দা/ সৌদিআরব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো!
  • ৩০/১১/২০১৪
    পালকি চলে দুলকি তালে......এমন একটা কবিতা প্রাইমারি স্কুলের কোন ক্লাসে হয়তো পড়ছি ।
    একটু নকল হয়ে গেল না?
    ধন্যবাদ ।
    • দেলোয়ার হোসাইন ৩০/১১/২০১৪
      এরকম কোন কবিতা আমার চোখে এখনো পড়েনি।
      তবুও আপনি যখন বলছেন আমি খুজে দেখব।
      ধন্যবাদ কবি
      • ০১/১২/২০১৪
        দেখুন মনে হয় কিনাঃ

        পালকি চলে!পালকি চলে
        গগন-তলে আগুন জ্বলে
        স্তব্ধ গাঁয়ে আদুল গায়ে
        যাচ্ছে কারা রৌদ্রে সারা
        ময়রা মুদি চক্ষু মুদি,
        পাটায় বসে ঢুলছে কষে।
        দুধের চাঁছি শুষছে মাছি,
        উড়ছে কতক ভনভনিয়ে।
        আসছে কারা হনহনিয়ে?
        হাটের শেষে রুক্ষ বেশে
        ঠিক দুপুরে ধায় হাটুরে!
        কুকুরগুলো শুঁকছে ধুলো,
        ধুঁকছে কেহ ক্লান্ত দেহ।
        গঙ্গা ফড়িং লাফিয়ে চলে;
        বাঁধের দিকে সূর্য ঢলে।
        পালকি চলে রে,অঙ্গ টলে রে!
        আর দেরি কত? আরও কত দূর?
        -সতেন্দ্রনাথ দত্ত
        • দেলোয়ার হোসাইন ০১/১২/২০১৪
          হ্যা, আমিও এই কবিতাটার কথাই ভাবছিলাম।
          শুরুটা একটু মিলে মিলে গেছে, এটা আমার অজান্তে, জেনে শুনে করিনি। ধন্যবাদ কবি।
        • স্যার ইউ আর জিনিয়াস.....................
  • শিমুদা ৩০/১১/২০১৪
    আজ কাল আর পালকি হুন হুনাহুন চলতে দেখা যায়না।
    তবু কবিতা খুব ভাল লাগল কবি।
  • মোঃ আবদুল করিম ৩০/১১/২০১৪
    বেশ ভালো লাগলো
  • অনিরুদ্ধ বুলবুল ৩০/১১/২০১৪
    ছন্দের দোলায় দুলতে দুলতে পালকী তো বেশ চলেছে কিন্তু পালকী পেলেন কোথায়? সারাদেশে তো একটি মাত্র পালকীই আছে - তা জাতীয় যাদুঘরে!
    অভিনন্দন কবিকে -
    • দেলোয়ার হোসাইন ৩০/১১/২০১৪
      দোলকি তালে এখন আর পালকি চলেনা, সময়ের হাত ধরে পালকি এখন জায়গা নিয়েছে জাদুঘরে। ছন্দের দোলায় দুলিয়ে সেই বিলুপ্ত পালকি কে যদি আবার ফিরিয়ে আনি, তাতে মন্দ কি কবি?
 
Quantcast