পালকি চলে
পালকি চলে পালকি চলে;
তপ্ত রোদে গগন তলে
চার বেহারা সুর তুলে যায়
হুন হুনা হুন দুলকি তালে।
পালকি চলে পালকি চলে
জামাই মশাই হাটছে দোলে
লাল টুক টুক বউ ফিরে চায়
দরজা দুটো একটু খুলে।
পালকি চলে পালকি চলে
জোড়াদীঘির মাঠ পেরুলেই
ঐ যে গাঁয়ের পথ দেখা যায়
পা চালিয়ে চল সকলে।
# দেলোয়ার হোসেন#
জেদ্দা/ সৌদিআরব।
তপ্ত রোদে গগন তলে
চার বেহারা সুর তুলে যায়
হুন হুনা হুন দুলকি তালে।
পালকি চলে পালকি চলে
জামাই মশাই হাটছে দোলে
লাল টুক টুক বউ ফিরে চায়
দরজা দুটো একটু খুলে।
পালকি চলে পালকি চলে
জোড়াদীঘির মাঠ পেরুলেই
ঐ যে গাঁয়ের পথ দেখা যায়
পা চালিয়ে চল সকলে।
# দেলোয়ার হোসেন#
জেদ্দা/ সৌদিআরব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০১/১২/২০১৪ভালো লাগলো!
-
অ ৩০/১১/২০১৪পালকি চলে দুলকি তালে......এমন একটা কবিতা প্রাইমারি স্কুলের কোন ক্লাসে হয়তো পড়ছি ।
একটু নকল হয়ে গেল না?
ধন্যবাদ । -
শিমুদা ৩০/১১/২০১৪আজ কাল আর পালকি হুন হুনাহুন চলতে দেখা যায়না।
তবু কবিতা খুব ভাল লাগল কবি। -
মোঃ আবদুল করিম ৩০/১১/২০১৪বেশ ভালো লাগলো
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১১/২০১৪ছন্দের দোলায় দুলতে দুলতে পালকী তো বেশ চলেছে কিন্তু পালকী পেলেন কোথায়? সারাদেশে তো একটি মাত্র পালকীই আছে - তা জাতীয় যাদুঘরে!
অভিনন্দন কবিকে -