বসন্ত ও আমার বউ মিনি
বসন্ত ও আমার বউ মিনি
খোঁপায় তোর হলুদ গাঁদা,চোখে প্রেমের হাসি
এই বসন্তে নতুন করে তোরেই ভালোবাসি
নতুন করে মনের কোণে,আলগা হাওয়ার খই
প্রেমিক জানে,হলদে দুপুর হলদে প্রেমিক সই
নদীর জলে আছড়ে পড়ে মনকথাদের দোল
গানের সাথে পিছলে পড়ে "ভালোবাসি" বোল
নদীর ধারে গেওড়া গাঁয়ে শিমুল বনের মেলা
আমের মোলে রোদপরীরা করছে হাওয়ায় খেলা
এই যে ফাগুন, এই বসন্ত কেমনে বলো চিনি
ফুলের ঋণে হাত পেতেছে আমার বউ মিনি
খোঁপায় তোর হলুদ গাঁদা,চোখে প্রেমের হাসি
এই বসন্তে নতুন করে তোরেই ভালোবাসি
নতুন করে মনের কোণে,আলগা হাওয়ার খই
প্রেমিক জানে,হলদে দুপুর হলদে প্রেমিক সই
নদীর জলে আছড়ে পড়ে মনকথাদের দোল
গানের সাথে পিছলে পড়ে "ভালোবাসি" বোল
নদীর ধারে গেওড়া গাঁয়ে শিমুল বনের মেলা
আমের মোলে রোদপরীরা করছে হাওয়ায় খেলা
এই যে ফাগুন, এই বসন্ত কেমনে বলো চিনি
ফুলের ঋণে হাত পেতেছে আমার বউ মিনি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৬/২০২২বেশ বেশ ভালো
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৬/২০২২প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
-
ফয়জুল মহী ০৬/০৬/২০২২অসাধারণ শব্দ বুননে অনন্য সৃজন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৬/২০২২সুন্দর ভালোবাসার প্রকাশ।