ধূসর মিনি
ধূসর মিনি
কে যেনো এসেছিলো -ত্রস্তপায়ে
কপালের কাছে বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে
ঢেলে দিচ্ছিলো শ্রাবণধারার শন শন-
বহু দিন পর শীতল স্পর্শ খুলে
ভিঁউ নিড়ানীর মতো করে চুল কেটে দিচ্ছে
কি সব ফিসফিসানি -
বাজে কথা বলা বন্ধ করো এবার
এবার ক্রমাগত আমি বকে যাবো তোমায়
রহস্যাবৃত থেকে গজিয়ে ওঠে বায়বীয় চোখ
কে বা কারা সেই চোখের রাণী
"বউ কথা কও" পাখিদের চিত্তরঞ্জন মূলক গান
ঘুমের আড়তে নির্ঘুম রাতের ছটফটানি
আমি আর ঘুম বিরোধপূূর্ণ সাবলেট
মাঝে মাঝে
কেউ আমাকে ভ্রু ছোঁবে বলে
দৃষ্টিতে রেখেছিল হাসির শিস
চুল চটকাতে চটকাতে দরীদ্র গোছের প্রেম খুলে বলে-
আমি কবে থেকে অচেনা ?
আমি চিনি গো, চিনি, চিনি
অন্ধকার চিরে এক ধূসর মিনি
কে যেনো এসেছিলো -ত্রস্তপায়ে
কপালের কাছে বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে
ঢেলে দিচ্ছিলো শ্রাবণধারার শন শন-
বহু দিন পর শীতল স্পর্শ খুলে
ভিঁউ নিড়ানীর মতো করে চুল কেটে দিচ্ছে
কি সব ফিসফিসানি -
বাজে কথা বলা বন্ধ করো এবার
এবার ক্রমাগত আমি বকে যাবো তোমায়
রহস্যাবৃত থেকে গজিয়ে ওঠে বায়বীয় চোখ
কে বা কারা সেই চোখের রাণী
"বউ কথা কও" পাখিদের চিত্তরঞ্জন মূলক গান
ঘুমের আড়তে নির্ঘুম রাতের ছটফটানি
আমি আর ঘুম বিরোধপূূর্ণ সাবলেট
মাঝে মাঝে
কেউ আমাকে ভ্রু ছোঁবে বলে
দৃষ্টিতে রেখেছিল হাসির শিস
চুল চটকাতে চটকাতে দরীদ্র গোছের প্রেম খুলে বলে-
আমি কবে থেকে অচেনা ?
আমি চিনি গো, চিনি, চিনি
অন্ধকার চিরে এক ধূসর মিনি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৪/০৬/২০২২বেশ রোমান্টিক কবি দা
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৬/২০২২বেশ সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৬/২০২২অনেক সুন্দর ব্যক্ততা!
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৬/২০২২অনেক সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৬/২০২২ভাল।
-
অভিজিৎ হালদার ০৩/০৬/২০২২Valo
-
ফয়জুল মহী ০৩/০৬/২০২২মাশাল্লাহ অসামান্য লেখনশৈলী,
ভালো লাগলো