www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খসড়া পাঠ

খসড়া পাঠ

দ্বীপ সরকার

এটা আমার চুড়ান্ত কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই....

তোমরা এই কবিতা পড়বেনা
কারন কবিতা হতে হলে প্রথমতঃ
মানুষের কথা বলতে হবে।
কিন্ত এই সব প্রজাতন্ত্রের মানুষগুলোকে
কবিতার আবহে ক্যামনে এনে বলি
আমার কবিতা পড়ো..

জন সমুদ্রে আমরা,পরিচিত হাওয়ারা টোকা দিচ্ছে সতত।
ঘোলা পানিতে বৈচিত্র অপহরণ চলছে;
মাদুলিতে তাবিজের ঠিকানায় চলে যাচ্ছে
ওলট পালট জীবন।
কিসের বিষয় লিখতে গিয়ে বিষয়ভূমিতে ভিন্ন প্রসঙ্গঃ
নিজেকে আড়াল করে বলি কিডন্যাপ।

অপরুপ নাটকে আবির্ভুত দৃশ্যে মজহার সাহেব
বিষম নায়ক।আমরাও অজ্ঞাত রিসার্চে ধরে ফেলেছি ঘর পলায়নের নাম অপহরণ।

এটা আমার কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই..

লেখাঃ ১৬/৭/২০১৭ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast