খসড়া পাঠ
খসড়া পাঠ
দ্বীপ সরকার
এটা আমার চুড়ান্ত কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই....
তোমরা এই কবিতা পড়বেনা
কারন কবিতা হতে হলে প্রথমতঃ
মানুষের কথা বলতে হবে।
কিন্ত এই সব প্রজাতন্ত্রের মানুষগুলোকে
কবিতার আবহে ক্যামনে এনে বলি
আমার কবিতা পড়ো..
জন সমুদ্রে আমরা,পরিচিত হাওয়ারা টোকা দিচ্ছে সতত।
ঘোলা পানিতে বৈচিত্র অপহরণ চলছে;
মাদুলিতে তাবিজের ঠিকানায় চলে যাচ্ছে
ওলট পালট জীবন।
কিসের বিষয় লিখতে গিয়ে বিষয়ভূমিতে ভিন্ন প্রসঙ্গঃ
নিজেকে আড়াল করে বলি কিডন্যাপ।
অপরুপ নাটকে আবির্ভুত দৃশ্যে মজহার সাহেব
বিষম নায়ক।আমরাও অজ্ঞাত রিসার্চে ধরে ফেলেছি ঘর পলায়নের নাম অপহরণ।
এটা আমার কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই..
লেখাঃ ১৬/৭/২০১৭ইং
দ্বীপ সরকার
এটা আমার চুড়ান্ত কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই....
তোমরা এই কবিতা পড়বেনা
কারন কবিতা হতে হলে প্রথমতঃ
মানুষের কথা বলতে হবে।
কিন্ত এই সব প্রজাতন্ত্রের মানুষগুলোকে
কবিতার আবহে ক্যামনে এনে বলি
আমার কবিতা পড়ো..
জন সমুদ্রে আমরা,পরিচিত হাওয়ারা টোকা দিচ্ছে সতত।
ঘোলা পানিতে বৈচিত্র অপহরণ চলছে;
মাদুলিতে তাবিজের ঠিকানায় চলে যাচ্ছে
ওলট পালট জীবন।
কিসের বিষয় লিখতে গিয়ে বিষয়ভূমিতে ভিন্ন প্রসঙ্গঃ
নিজেকে আড়াল করে বলি কিডন্যাপ।
অপরুপ নাটকে আবির্ভুত দৃশ্যে মজহার সাহেব
বিষম নায়ক।আমরাও অজ্ঞাত রিসার্চে ধরে ফেলেছি ঘর পলায়নের নাম অপহরণ।
এটা আমার কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই..
লেখাঃ ১৬/৭/২০১৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ২৫/০৭/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৭/২০১৭তাও পড়লাম।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৭/২০১৭ভালো হয়েছে।
-
কামরুজ্জামান সাদ ২৪/০৭/২০১৭ভাল
-
নাবিক ২৪/০৭/২০১৭👌👌👌
-
মোনালিসা ২৪/০৭/২০১৭