www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নদীর নাম যমুনা এক্সপ্রেস

*
চেনা পথটা হারিয়ে গেছে
অচেনাপথটা মৃতঃ
এক পথে ঘোলাটে কাদা ঘাপটি মেরে থাকা-
আরেকটা সংক্রামকবাহী ধুলো,

যে পথটা হারিয়ে ফেলেছি তা ছিলো
তরমুজ চেরা নদীপথ -
নদীর নাম যমুনা এক্সপ্রেস,
রঙিন ও সারি সারি কদম্বের কোরাস,
এই পথেই আমার ডুবে যাওয়া টাইটানিকটি
আর খুঁজে পাইনি।

বাঁকিসব অচেনা পথে
ধূলোসাঁতারে হাবুডুবু খাচ্ছে বিব্রত নাবিক-

বেকুব তরমুজ এক মিথ্যা নদী -
এখানে ঘাপটি মেরে থাকা তরমুজের বিচিগুলো
সকাল থেকেই খেসারত দিচ্ছে-
'ভুল পথ জন্মালে অপরুপ মিথ্যাদের সাহস বেড়ে যায়,

লেখাঃ ২২/৪/২০১৭ইং
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast