এই সব কবিতা হতে পারতো
কবিতা মানেই প্রেম বিরহ,সুখ দুঃখ,প্রকৃতি ;
অথচ একটা কথা বলতেই হয়
লাশকাটা ঘরের কোন প্রাণ নেই,
কারন,ওখানে অস্ত্রের যুক্তি চলে।
লাশ কাটার চাকু, কুড়াল,দা, ছুরি,
দূর্গন্ধময় নিঃশ্বাস,ভয়,
এই সবও কবিতা হতে পারতো-
তাকে যদি কবিতা ভেবে
সবুজ চাকু দেই
সবুজ কুড়াল দেই
এবং আলো বাতাস ভর্তি একটা ঘর দেই।
লেখাঃ ২৯/১২/২০১৬
অথচ একটা কথা বলতেই হয়
লাশকাটা ঘরের কোন প্রাণ নেই,
কারন,ওখানে অস্ত্রের যুক্তি চলে।
লাশ কাটার চাকু, কুড়াল,দা, ছুরি,
দূর্গন্ধময় নিঃশ্বাস,ভয়,
এই সবও কবিতা হতে পারতো-
তাকে যদি কবিতা ভেবে
সবুজ চাকু দেই
সবুজ কুড়াল দেই
এবং আলো বাতাস ভর্তি একটা ঘর দেই।
লেখাঃ ২৯/১২/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৫/০৫/২০১৭ধন্যবাদ সকলকে।
-
বিশ্বামিত্র ১২/০৪/২০১৭খুব ভাল লাগল, লাশ কাটা ঘরেও কবিতার জন্ম হতে পারে।সত্যিই যদি ওখানের পরিবেশকে সবুজ মনোভাবে ভরিয়ে দিই। শুভেচ্ছা রইল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৪/২০১৭(সবুজ চাকু, সবুজ কুড়াল)
চমৎকার শব্দ চয়ন।
ধন্যবাদ -
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১১/০৪/২০১৭সত্যি
-
ফয়জুল মহী ১১/০৪/২০১৭খুবই সুন্দর রচনাশৈলী।
-
সূর্য্যিন্দুদীপ রাজ ১১/০৪/২০১৭খুব ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১১/০৪/২০১৭ভালো লাগলো।