গ্ল্যামার
চোখে চোখে রেখে নদী হয় অরণ্য
অরণ্যের সাপ হয় জলপ্রপাত
তিলক পড়া ঘুঙুরের নিচে ফুলটা কি বন্য?
বুকের নিচে আমার কি যে অপঘাত।
~
কিঞ্চিত অবশিষ্ট থেকে ডুবে যায় সন্ধ্যা
তখন কে যেনো ডেকে যায় পূবালীতে
এক নারী ; গুনিয়াকুড়ি গ্রামের বন্ধ্যা
আনচান করে মন, পুড়ে খই হই বালিতে।
~
শরৎ গেলে সটান রৌদ্রের দূপুরে এসে
জলময় ঘাসগুলো চিৎ হওয়া বউ আমার
কার ঠোঁটে মিশে গেলো ভালোবেসে
ধূসর দূপুরের উঠোনে এসে দেখি- 'গ্ল্যামার,।
~
লেখাঃ ৪/৩/১৭ইং
অরণ্যের সাপ হয় জলপ্রপাত
তিলক পড়া ঘুঙুরের নিচে ফুলটা কি বন্য?
বুকের নিচে আমার কি যে অপঘাত।
~
কিঞ্চিত অবশিষ্ট থেকে ডুবে যায় সন্ধ্যা
তখন কে যেনো ডেকে যায় পূবালীতে
এক নারী ; গুনিয়াকুড়ি গ্রামের বন্ধ্যা
আনচান করে মন, পুড়ে খই হই বালিতে।
~
শরৎ গেলে সটান রৌদ্রের দূপুরে এসে
জলময় ঘাসগুলো চিৎ হওয়া বউ আমার
কার ঠোঁটে মিশে গেলো ভালোবেসে
ধূসর দূপুরের উঠোনে এসে দেখি- 'গ্ল্যামার,।
~
লেখাঃ ৪/৩/১৭ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১১/০৪/২০১৭ধন্যবাদ সকলকে
-
রইস উদ্দিন খান আকাশ ১৪/০৩/২০১৭বেশ ভাল লাগল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৩/২০১৭খুব সুন্দর উপস্থাপনা। কিছু বলার মতো ভাষা নেই। অনেক শুভেচ্ছা রইল কবি।
-
রাবেয়া মৌসুমী ১৪/০৩/২০১৭ভাবান্তরে..
-
ফয়জুল মহী ১৩/০৩/২০১৭সুসম্পূর্ণ ভাবনার অনবদ্য প্রকাশ
-
সাইদুর রহমান ১৩/০৩/২০১৭খুব সুন্দর।