আমার মৃত্যুরা অন্য রকম
আমার মৃত্যুরা অন্য রকম....
ক্ষত থেকে ক্যান্সার না হয়ে
হয় কবিতার পান্ডলিপি,
হয় শীতকালীন এ্যলোভেরার ঘ্রাণ,
ওরা যখনই এসে ঘারে বসে
প্রশ্ন তোলে ঈশ্বরের,
তখন আমার চোখে জন্ম নেয় আয়নার বীজ;
সে আয়নায় আমার মৃত্যুরা ভাসে আর ভাসে।
আমার মৃত্যুরা অন্য রকম....
শকুনের পায়ে যখন কিংবদন্তির মহাকাশ
জড়োসড়ো হয়ে আসে
তখন মনে হয় আমি মৃত মানুষ
অথবা মৃত মানুষের মতই ;
তাই মৃত্যুকে এঁটে রাখি নিঃশ্বাসের কূলুপে।
ক্ষত থেকে ক্যান্সার না হয়ে
হয় কবিতার পান্ডলিপি,
হয় শীতকালীন এ্যলোভেরার ঘ্রাণ,
ওরা যখনই এসে ঘারে বসে
প্রশ্ন তোলে ঈশ্বরের,
তখন আমার চোখে জন্ম নেয় আয়নার বীজ;
সে আয়নায় আমার মৃত্যুরা ভাসে আর ভাসে।
আমার মৃত্যুরা অন্য রকম....
শকুনের পায়ে যখন কিংবদন্তির মহাকাশ
জড়োসড়ো হয়ে আসে
তখন মনে হয় আমি মৃত মানুষ
অথবা মৃত মানুষের মতই ;
তাই মৃত্যুকে এঁটে রাখি নিঃশ্বাসের কূলুপে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০৪/০২/২০১৭ধন্যবাদ সবাইকে।
-
সোলাইমান ২১/০১/২০১৭আমি বলব বেশ রোমাঞ্চকর আমার কাছে!!
শুভেচ্ছা জানাই .....ভাল থাকুন। -
পরশ ২০/০১/২০১৭অসাম
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০১/২০১৭---অন্য রকম। শুভেচ্ছা। ভালো থাকুন।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০১৭বেশ তো।
-
প্রশান্ত কুমার ঘোষ ১৯/০১/২০১৭সুন্দর কাব্য