তৃতীয় চোখ
ডান চোখ
অথবা বাম চোখ
এই দুটি চোখ ছাড়াও
তৃতীয় আরেকটি চোখ আছে,
যা চোখ বুজলেই জেগে ওঠে গোপনস্যে
ধ্যান গুনে গুনে চিন্তার কাছে ধরিয়ে দেয় ফসল।
.
তৃতীয় চোখটি
চোখের খাম খুললেই
ব্রেনের চারপাশে ঝুলে থাকে,
গন্তব্যহীন স্থান থেকে দেখে ফেলে সব
অন্ধকারেও খুঁজে ফেরে নিকষ রাত্রীর বেড়িকেড।
.
লেখাঃ৭/১২/২০১৬ইং
অথবা বাম চোখ
এই দুটি চোখ ছাড়াও
তৃতীয় আরেকটি চোখ আছে,
যা চোখ বুজলেই জেগে ওঠে গোপনস্যে
ধ্যান গুনে গুনে চিন্তার কাছে ধরিয়ে দেয় ফসল।
.
তৃতীয় চোখটি
চোখের খাম খুললেই
ব্রেনের চারপাশে ঝুলে থাকে,
গন্তব্যহীন স্থান থেকে দেখে ফেলে সব
অন্ধকারেও খুঁজে ফেরে নিকষ রাত্রীর বেড়িকেড।
.
লেখাঃ৭/১২/২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৯/০১/২০১৭ধন্যবাদ।
-
সোলাইমান ১৮/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ।ভাল লিখুন ভাল থাকুন প্রিয় কবি।
-
আলমগীর সরকার লিটন ১৮/১২/২০১৬অনবদ্য দাদা
-
মোঃ জুলফিকার আলী ১৭/১২/২০১৬গভীরতম চিন্তার খোড়াক। ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১২/২০১৬তৃতীয় চোখ সবার দরকার নাই।
-
আমি-তারেক ১৭/১২/২০১৬valo...