নিয়ম
তবু প্রেমিকা এসে প্রেম সঁপে দিচ্ছে-
.
তার ঠোঁট ব্যপে চিলতে খানেক হিম
খনন করে চলেছে অনুভূতির চর
এবং চা'র কাপে উড়োচ্ছে ফিটনেসবিহীন
বাসের কালো ধুঁয়ো।
.
নিয়ম বলে একটা কথা আছে-
শীতের চাতালে কুয়াশার মোড়কে
যখনি দেখি রাত্রীরা বেশ আমলকি হাওয়া
দুমড়াচ্ছে আকণ্ঠ অন্ধকার
তখন বুঝি দিনগুলো রাতের দিকেই ধাবিত হয়
আর রাতগুলো কুয়াশার দিকে।
যেমন আমিও কখনও কখনও ধাবিত হই
ধোঁয়াশার দিকে।
চা'র কাপে উড়িয়ে দেই নিঃশ্বাসের ঝর।
.
লেখাঃ ১৮/১১/১৬ইং
.
তার ঠোঁট ব্যপে চিলতে খানেক হিম
খনন করে চলেছে অনুভূতির চর
এবং চা'র কাপে উড়োচ্ছে ফিটনেসবিহীন
বাসের কালো ধুঁয়ো।
.
নিয়ম বলে একটা কথা আছে-
শীতের চাতালে কুয়াশার মোড়কে
যখনি দেখি রাত্রীরা বেশ আমলকি হাওয়া
দুমড়াচ্ছে আকণ্ঠ অন্ধকার
তখন বুঝি দিনগুলো রাতের দিকেই ধাবিত হয়
আর রাতগুলো কুয়াশার দিকে।
যেমন আমিও কখনও কখনও ধাবিত হই
ধোঁয়াশার দিকে।
চা'র কাপে উড়িয়ে দেই নিঃশ্বাসের ঝর।
.
লেখাঃ ১৮/১১/১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৭/১২/২০১৬ধন্যবাদ।
-
মোঃ জুলফিকার আলী ২৭/১১/২০১৬অনেক সুন্দর লেখা। ভাল লাগলো।
-
ইন্তিখাব আলম ২৭/১১/২০১৬valo laglo kobi
-
নিয়াজ আজিজ দ্বীপ ২৬/১১/২০১৬ভাল লাগলো