রাজ্যটি আমার প্রেমিকার
জোনাকীর পিঠ থেকে যখন ধেয়ে আসে
আঁধারের পালক
চারপাশ বিবস নগরীর ঘুম নামে তখন
অথচ রাতগুলো শুনতে চায়নি কখনো
বেদখল হওয়া একটা রাজ্যের গল্পোঃ
।
প্রেমিকাকে একদা একটা রাজ্যই ভাবতাম-
যার কেশগুলো বেয়ে নেমে আসতো
অমাবস্যার তৈলচিত্র,
মন থেকে ফলতো লেজকাটা টিকটিকির
মতোন রক্তহীন ফসল,
সে কিনা ভুল বুঝে অমাবস্যার চরিত্রে
সতীত্বের প্রশ্ন তোলে আজ।
জানোতো,অমাবস্যা নামলেই
যাদুকরেরা নেমে আসে ঈশ্বরের পায়ে,
জঙ্গল হয়ে ওঠে ভয়ানক ঘুঙুর পরা বঁধু।
।
এসো হে ব্যক্তিগত আমার পোষা পাখি-
এই আঁধার, এই জঙ্গল ছেড়ে
দুজনেই উড়ে উড়ে সঙ্গম শিখি
মনুষত্বের পিঠে চরে মানুষ হয়ে উঠি।
।
লেখাঃ৩/১১/১৬ইং
আঁধারের পালক
চারপাশ বিবস নগরীর ঘুম নামে তখন
অথচ রাতগুলো শুনতে চায়নি কখনো
বেদখল হওয়া একটা রাজ্যের গল্পোঃ
।
প্রেমিকাকে একদা একটা রাজ্যই ভাবতাম-
যার কেশগুলো বেয়ে নেমে আসতো
অমাবস্যার তৈলচিত্র,
মন থেকে ফলতো লেজকাটা টিকটিকির
মতোন রক্তহীন ফসল,
সে কিনা ভুল বুঝে অমাবস্যার চরিত্রে
সতীত্বের প্রশ্ন তোলে আজ।
জানোতো,অমাবস্যা নামলেই
যাদুকরেরা নেমে আসে ঈশ্বরের পায়ে,
জঙ্গল হয়ে ওঠে ভয়ানক ঘুঙুর পরা বঁধু।
।
এসো হে ব্যক্তিগত আমার পোষা পাখি-
এই আঁধার, এই জঙ্গল ছেড়ে
দুজনেই উড়ে উড়ে সঙ্গম শিখি
মনুষত্বের পিঠে চরে মানুষ হয়ে উঠি।
।
লেখাঃ৩/১১/১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৬/১১/২০১৬ভালো লাগলো।
-
বিশ্বামিত্র ০৫/১১/২০১৬খুব ভাল লাগল।শুভেচ্ছা থাকল কবি।
-
রাবেয়া মৌসুমী ০৪/১১/২০১৬সুন্দর!