কবিতা তুমি চলে এসো
কবিতা তুমি চলে এসো
অনেক দিন লিখিনা কিছু।
.
রামপাল আসবে সুন্দর বনের লাবণ্যতা মাড়িয়ে
এই সুখকর দিনের বার্তা
কলমের ডগায় ভরিয়ে
দ্রোহের খামে।
.
জঙ্গি খামে রক্তখেকো কুত্তার মিছিল গোপনে
প্রকাশ্যে, ধর্মের দাবি তুলে
নীতির মাল্য ছিঁড়ে
ভুলের দামে।
.
চেনা পথের ধুলো থুয়ে ভিন্ন পথের ধুলো মেখে
তায়াম্মুম শেখো - শেখো পবিত্র
রাষ্ট্রের মুন্ডহীন মাথায়
কিছুটাতো ঘামে।
.
কবিতা তুমি চলে এসো
অনেক দিন বাদে....
তুমি এলে ঘুণপোকাদের নিস্তার নেই।
.
লেখাঃ ০৬/৯/১৬ইং
অনেক দিন লিখিনা কিছু।
.
রামপাল আসবে সুন্দর বনের লাবণ্যতা মাড়িয়ে
এই সুখকর দিনের বার্তা
কলমের ডগায় ভরিয়ে
দ্রোহের খামে।
.
জঙ্গি খামে রক্তখেকো কুত্তার মিছিল গোপনে
প্রকাশ্যে, ধর্মের দাবি তুলে
নীতির মাল্য ছিঁড়ে
ভুলের দামে।
.
চেনা পথের ধুলো থুয়ে ভিন্ন পথের ধুলো মেখে
তায়াম্মুম শেখো - শেখো পবিত্র
রাষ্ট্রের মুন্ডহীন মাথায়
কিছুটাতো ঘামে।
.
কবিতা তুমি চলে এসো
অনেক দিন বাদে....
তুমি এলে ঘুণপোকাদের নিস্তার নেই।
.
লেখাঃ ০৬/৯/১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৭/১০/২০১৬ধন্যবাদ সকলকে।
-
সজীব ০৮/১০/২০১৬Valo
-
রোজারিও ০৮/১০/২০১৬কবিতাকে নিয়ে আসুন ।ঘুনেপোকাদের নির্মুল দেখি!
-
অঙ্কুর মজুমদার ০৭/১০/২০১৬vlo
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/১০/২০১৬সুন্দর।