নো প্রবলেম গুডবাই
কাজরী,এই দিকে চেয়ে দেখো
ভেতরে কেমন সুনসান আমার
নিরব শুন্যতা মেপে আজ অব্দি
সাঁই সাঁই করে প্রৌঢ় চিল।
ঠিক আমার ঠোঁটের দিকে চেয়ে দেখো
সিগ্রেট চাপানো নীল রং খেয়ে ফেলছে জখমগুলো
জানো তো, এক কালে গোলাপরঙা
ঠোঁটে ছিল বায়োলজিক্যাল দাপট,
আর টুপ টুপ রসায়নের সিগনেচার।
মনে ছিল অশ্বিনের ঘ্রান।
কাজরী,ইদানিং বাদামের খোসায়
স্বর্গীয় সুখ উড়ে দাও শুণ্যে
আর ভেতরের নরকটাকে চিবিয়ে খাও।
আবরনটাকে খুলে তাই নগ্ন হতে শুরু করেছি
সেকেলের বাদামময় আমি।
তুমি খুলতে থাকো আর আমার আমিকে
নগ্ন করতে থাকি।
এই দিকে তাকাও কাজরী
ভরা সন্ধ্যাও দেখো লাটিম সূর্য নোটিশে লিখছে
নো প্রবলেম, গুড বাই!
চলে যাবার সময় হলে এভাবে সকলেই
ল্যাখে নো প্রবলেম, গুড বাই।
লেখাঃ ২৬/৯/১৬ইং
ভেতরে কেমন সুনসান আমার
নিরব শুন্যতা মেপে আজ অব্দি
সাঁই সাঁই করে প্রৌঢ় চিল।
ঠিক আমার ঠোঁটের দিকে চেয়ে দেখো
সিগ্রেট চাপানো নীল রং খেয়ে ফেলছে জখমগুলো
জানো তো, এক কালে গোলাপরঙা
ঠোঁটে ছিল বায়োলজিক্যাল দাপট,
আর টুপ টুপ রসায়নের সিগনেচার।
মনে ছিল অশ্বিনের ঘ্রান।
কাজরী,ইদানিং বাদামের খোসায়
স্বর্গীয় সুখ উড়ে দাও শুণ্যে
আর ভেতরের নরকটাকে চিবিয়ে খাও।
আবরনটাকে খুলে তাই নগ্ন হতে শুরু করেছি
সেকেলের বাদামময় আমি।
তুমি খুলতে থাকো আর আমার আমিকে
নগ্ন করতে থাকি।
এই দিকে তাকাও কাজরী
ভরা সন্ধ্যাও দেখো লাটিম সূর্য নোটিশে লিখছে
নো প্রবলেম, গুড বাই!
চলে যাবার সময় হলে এভাবে সকলেই
ল্যাখে নো প্রবলেম, গুড বাই।
লেখাঃ ২৬/৯/১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ০৭/১০/২০১৬ধন্যবাদ সকলকে।
-
অঙ্কুর মজুমদার ২৯/০৯/২০১৬vlo........
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৯/২০১৬ভালো হয়েছে।
-
পরশ ২৯/০৯/২০১৬বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৯/২০১৬অপূর্ব
-
মোবারক হোসেন ২৯/০৯/২০১৬ভাল
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৯/২০১৬বেশ ভাল লাগলো ।।
-
আনিসা নাসরীন ২৮/০৯/২০১৬সুন্দর
-
সোলাইমান ২৮/০৯/২০১৬নো প্রবলেম, গুড বাই।অনেক সুন্দর হয়েছে কবি।