জাতির জনক এবং ইতিহাস
তাকে ভুলে যাবার মানেই
জাতিকে ভুলে থাকা,
ইতিহাস নড়ে চড়ে বসেছে
ইতিহাসকে ঠকাবার কি আছে।
তুমি হয়তো বাঙালি হতে পারোনি
তবে দায় মুছবার জো নেই,
কারন পিতৃহীন থাকতে নেই বেশি দিন।
প্রেক্ষাপটে ইতিহাসের চশমায়
দ্রোহের লেন্সটা মনে করিয়ে দেয়
এখন ভুলে থাকা থেকে জাগ্রত হও
ভোর এসেছে রাতকে সরিয়ে দিয়ে।
হে জাতির জনক
প্রসঙ্গত ভুলে থাকি হয়তো তোমাকে
ক্ষুধার্ত মনে আর কতোটা মনে রাখা যায়
দ্রোহের ফোড়ন জাগে রুদ্রনালীতে।
লেখাঃ১৫/৮/১৬ইং
জাতিকে ভুলে থাকা,
ইতিহাস নড়ে চড়ে বসেছে
ইতিহাসকে ঠকাবার কি আছে।
তুমি হয়তো বাঙালি হতে পারোনি
তবে দায় মুছবার জো নেই,
কারন পিতৃহীন থাকতে নেই বেশি দিন।
প্রেক্ষাপটে ইতিহাসের চশমায়
দ্রোহের লেন্সটা মনে করিয়ে দেয়
এখন ভুলে থাকা থেকে জাগ্রত হও
ভোর এসেছে রাতকে সরিয়ে দিয়ে।
হে জাতির জনক
প্রসঙ্গত ভুলে থাকি হয়তো তোমাকে
ক্ষুধার্ত মনে আর কতোটা মনে রাখা যায়
দ্রোহের ফোড়ন জাগে রুদ্রনালীতে।
লেখাঃ১৫/৮/১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১০/০৯/২০১৬ধন্যবাদ সকলকে
-
বুরহানউদ্দীন শামস ২১/০৮/২০১৬কবিতাই ভাল লাগা রইল।
-
আনিসা নাসরীন ২০/০৮/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১৯/০৮/২০১৬..vlo..
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৮/২০১৬আমাদের জাতির জনকই ইতিহাস।