জিম্মিদশা
জিম্মিদশা
.
দ্বীপ সরকার
.
কবে থেকে টার্গেট
আর্টিজেন বেকারি
ফরেনার আড্ডায়
পেয়ে গেলো শিকারী ।
.
ছোরা চাকু বন্দুকে
ঢুকে গেলো দম্ভে
বুক নাক সই করে
গুলী চলে লম্বে।
.
প্লান বুঝে মেরে দিলো
গ্রেনেডের হামলা
গুনে গুনে বিদেশীদের
প্রাণ এখন সামলা।
.
আর্টিজেন নিয়ে বেশ
সারা দেশে রৈ রৈ
তবু কেউ বলে রাখে
এই দেশে জঙ্গী কৈ।
.
আই এস এই ফাঁকে
জিতে নিলো পরিচয়
ধর্মকে ইচ্ছেমত
মেনে নিলো কনভয়।
লেখাঃ ২/৭/১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৬/০৮/২০১৬ধন্যবাদ।
-
ফয়েজ উল্লাহ রবি ০৪/০৮/২০১৬দারুণ! ছন্দে।
-
স্বপ্নময় স্বপন ০৩/০৮/২০১৬চমৎকার!!!