কথাটা ওভাবে নিওনা
কথাটা ওভাবে নিওনা
যে আমি তোমাকে ভুলেই গেছি ;
রাত্রীর ভুলোমনে ঝুলে থাকা ভোর
তবুও দিনকে প্রসব করে
তবুও খুঁড়ে খুঁড়ে আসে দিন
কেবল রাতগুলো দিনের ভিন্নরুপ।
তাই বলে রাত ছাড়া দিন নেই।
পাহাড় ছেনে যেভাবে মরুতাপ
লোকালয়ে এসে ধারাপাত শুনোয়
অনুগত হবার,
আসলে কতজনই অনুগত হতে পেরেছে বলো,
ভুলপথে এসে ভিখিরির থলে আজ
ভরেনাই বলে দুঃখ পাবার কিছু নেই,
যেহেতু ভুলের সেরকম দায় নেই
যে শুধরিয়ে মানুষ গড়িয়ে দেবে;
কথাটা ওভাবে নিওনা।
ভুলে যেতেও পারি। অংক শিখিনি বলে
হিসেবের দরপতন ঘটতেই থাকে জীবনে।
সময়ের সাম্পানে কচ্চপের মত চলতে থাকি বলে
নতি স্বীকার শেখেনি আমার ধ্যান,
তাই বলে ভুলে গেছি ভেবোনা।
সজোরে কাঁচের ভেঙ্গে যাবার গল্পো
পাঠ শেষে বিরহগুলো কিরকম
হয়ে গেলো আজ। ডাকসাইটে নীল
তলিয়ে গেলে ভিজে বাঁচে বর্ষা।
লবণের অভাবে ফণা তুলে শিখিয়ে
দেয় জোয়ারের কাহিনী,
এভাবেই গড়ে উঠেছিলাম তুমি আমি।
এই সব অভিমান দেখে মনে করনো যে
আমি তোমাকে ভুলেই গেছি,
কথাটা ওভাবে না নিলেও পারো।
লেখাঃ ২৯/৫/২০১৬ইং
যে আমি তোমাকে ভুলেই গেছি ;
রাত্রীর ভুলোমনে ঝুলে থাকা ভোর
তবুও দিনকে প্রসব করে
তবুও খুঁড়ে খুঁড়ে আসে দিন
কেবল রাতগুলো দিনের ভিন্নরুপ।
তাই বলে রাত ছাড়া দিন নেই।
পাহাড় ছেনে যেভাবে মরুতাপ
লোকালয়ে এসে ধারাপাত শুনোয়
অনুগত হবার,
আসলে কতজনই অনুগত হতে পেরেছে বলো,
ভুলপথে এসে ভিখিরির থলে আজ
ভরেনাই বলে দুঃখ পাবার কিছু নেই,
যেহেতু ভুলের সেরকম দায় নেই
যে শুধরিয়ে মানুষ গড়িয়ে দেবে;
কথাটা ওভাবে নিওনা।
ভুলে যেতেও পারি। অংক শিখিনি বলে
হিসেবের দরপতন ঘটতেই থাকে জীবনে।
সময়ের সাম্পানে কচ্চপের মত চলতে থাকি বলে
নতি স্বীকার শেখেনি আমার ধ্যান,
তাই বলে ভুলে গেছি ভেবোনা।
সজোরে কাঁচের ভেঙ্গে যাবার গল্পো
পাঠ শেষে বিরহগুলো কিরকম
হয়ে গেলো আজ। ডাকসাইটে নীল
তলিয়ে গেলে ভিজে বাঁচে বর্ষা।
লবণের অভাবে ফণা তুলে শিখিয়ে
দেয় জোয়ারের কাহিনী,
এভাবেই গড়ে উঠেছিলাম তুমি আমি।
এই সব অভিমান দেখে মনে করনো যে
আমি তোমাকে ভুলেই গেছি,
কথাটা ওভাবে না নিলেও পারো।
লেখাঃ ২৯/৫/২০১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৭/০৬/২০১৬ধন্যবাদ।
-
দ্বীপ সরকার ১৭/০৬/২০১৬ধন্যবাদ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৬/২০১৬ধন্যবান্তে
সহযাত্রী .....::::::::::::::................. -
বিশ্বামিত্র ১১/০৬/২০১৬খুব খুব সুন্দর লাগল, আরো সুন্দর হোক পরের কবিতা। শুভেচ্ছা অবশ্যই প্রাপ্য।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৬/২০১৬Good মানে সেইরাম!!
ধন্যবাদ