আমার একটা পাখি আছে
আমার একটা পাখি আছে
জানেনা যে কেউ
বুকের ভেতর বসত করে
অজানা ঢেউ।
আমার পাখি বেঁধে রাখি
চোখের ইশারায়
নাচে গায় রাঙা পায়
কাঁদায় হাসায়।
আকাশের গায়ে পাখি
উড়ন্ত বলাকা
আমার পাখি কেউ দেখেনি
বুকের মধ্যে রাখা।
ঠোঁটের পাখির হাসি ঝরে
বুকে প্রেমের টান
খোঁপায় করে আগলে রাখে
আকাশের সম্মান।
লেখাঃ ১০/৪/১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১১/০৬/২০১৬ধন্যবাদ সকলকে।
-
গোপেশ দে ০১/০৬/২০১৬ভাল লাগল কবিবন্ধু
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৫/২০১৬ছন্দপূর্ণ কবিতা!!!
-
দেবজ্যোতিকাজল ২৫/০৫/২০১৬ভাল হয়েছে |
কবিতাটা আবার পাঠিয়ে দিও | নোবাইলটা নষ্ট হওয়ায় কবিতাগুলো ডিলিট হয়ে গেছে -
মোবারক হোসেন ২৪/০৫/২০১৬ভাল।।
-
পরশ ২৪/০৫/২০১৬সুন্দর
-
আজকের চাকরির বাজার বিডি.কম ২৪/০৫/২০১৬আরো ভাল লিখুন।
আমরা মন ভরে পড়ব। -
জয় ২৪/০৫/২০১৬সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৫/২০১৬চমৎকার!!
-
মনিরুজ্জামান শুভ্র ২৩/০৫/২০১৬বেশ লাগলো।
-
জে এস সাব্বির ২৩/০৫/২০১৬বেশ ভাল ভালবাসার ছড়াকবিতা ।চালিয়ে যান