বৈশাখ এবং প্রত্যয়ের চিঠি
প্রতি বৈশাখ -
এসে ফের চলে যায়
ঢেকে যায় দুঃখ ফেরত খামে...
খোলস থেকে বেরিয়ে এসেছে
প্রত্যয়ের মুকুট
সাদার ভেতরে লাল-লালের ভেতরে সাদা রঙা।
পিছনে দুঃখ ভোলার স্লোগান
সমূখে দিন বদলের প্লেকার্ড
যেতেই হবে -যদ্দুর পারা যায়
যেখানে গন্তব্য লেখা থাকে।
হালখাতার কার্ড হাতে পেলে
জড়তা ভাঙে সবুজদের,
ভুলে যাবো বলে
শোধবোধ লিখি
শুদ্ধতা লিখি -শুদ্ধতার খামে।
বৈশাখ মানেই চেতনার
ক্যানভাসে সমর্পন লিখবার কথা
রঙ তুলিতে ফোটাবে শিরিষের প্রেম।
আমরা সবান্ধবে হাঁটি চলো-
যাওয়া যাক পৌরউদ্যাণ,
সময়ের সাথে গলা বেজে।
লেখাঃ ১লা বৈশাখ১৪২৩
১৪/৪ /১৬ইং
এসে ফের চলে যায়
ঢেকে যায় দুঃখ ফেরত খামে...
খোলস থেকে বেরিয়ে এসেছে
প্রত্যয়ের মুকুট
সাদার ভেতরে লাল-লালের ভেতরে সাদা রঙা।
পিছনে দুঃখ ভোলার স্লোগান
সমূখে দিন বদলের প্লেকার্ড
যেতেই হবে -যদ্দুর পারা যায়
যেখানে গন্তব্য লেখা থাকে।
হালখাতার কার্ড হাতে পেলে
জড়তা ভাঙে সবুজদের,
ভুলে যাবো বলে
শোধবোধ লিখি
শুদ্ধতা লিখি -শুদ্ধতার খামে।
বৈশাখ মানেই চেতনার
ক্যানভাসে সমর্পন লিখবার কথা
রঙ তুলিতে ফোটাবে শিরিষের প্রেম।
আমরা সবান্ধবে হাঁটি চলো-
যাওয়া যাক পৌরউদ্যাণ,
সময়ের সাথে গলা বেজে।
লেখাঃ ১লা বৈশাখ১৪২৩
১৪/৪ /১৬ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম.এম. হাওলাদার ২৪/০৫/২০১৬
-
সূর্য মুহাম্মাদ জান ১৬/০৫/২০১৬বাহ্
-
শ্রীরূপা লাহিড়ি ১৫/০৫/২০১৬বেশ ভাল
-
অঙ্কুর মজুমদার ০৯/০৫/২০১৬beautiful
-
পরশ ০৮/০৫/২০১৬সুন্দর
-
জহরলাল মজুমদার ০৮/০৫/২০১৬সুন্দর
শেষ তিনটি লাইন পড়ে নিজের ক্যাম্পাস জীবনের কথা আবার মনে পড়লো।